Site icon The News Nest

কয়েক লক্ষ টাকার কোকেন-সহ পুলিশের জালে BJP-র যুব মোর্চা নেত্রী-সহ ২

Pamela Goswami 768x432 1

বিজেপি-র যুব মোর্চার (BJP Yuva Morcha) সাধারণ সম্পাদক পামেলা গোস্বামীকে (Pamela Goswami) কোকেন-সহ গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার বিকেলে পামেলাকে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে কয়েক লক্ষ টাকার মাদক-সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রবীর দেকেও। তিনিও বিজেপির পরিচিত মুখ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার নিউ আলিপুরে নিজের আবাসনের কাছে গাড়ি পার্কিংয়ের জন্য পামেলা যান। গোপন সূত্রে খবর পেয়ে সেখানেই তাঁকে হাতেনাতে ধরা হয়। নিউ আলিপুর থানার পুলিশ তাঁর গাড়ি থেকে প্রায় ১০০ গ্রাম কোকেনের প্যাকেট পেয়েছেন। যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা। তাঁকে সাংসদ দেবশ্রী চৌধুরী–সহ বহু সাংসদ মন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল বিভিন্ন সময়ে। তাই এই ঘটনা বিশেষ আলোড়ন ফেলেছে শহরে।

সম্প্রতি তিনি বিজেপির যুব মোর্চার রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশ নিচ্ছিলেন। পুলিশ আপাতত তদন্ত করে দেখছে, এই বিষয়ে অন্য কারও যোগাযোগ রয়েছে কিনা। কোথায় ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: বেহালায় গলির ভেতর উদ্ধার বধূর রক্তাক্ত দেহ, মাথার পিছনে রয়েছে গভীর ক্ষতচিহ্ন

জানা গিয়েছে, হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামীর বিরুদ্ধে বেআইনিভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিলই। পুলিশ বিষয়টি নিয়ে ওত পেতে ছিল। নির্দিষ্ট খবর পেতেই নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময়ে পামেলার গাড়ির পিছু নেয় পুলিশ। প্রায় আটটি গাড়ি দিয়ে তাঁকে ঘিরে ফেলা হয়। পামেলাকে যিনি মাদক সরবরাহ করতেন, সেই প্রবীর দে’ও বিজেপি নেতা বলে পরিচিত। তল্লাশির সময় নেত্রী পামেলার হাতব্যাগ, গাড়ি থেকে উদ্ধার হয় কোকেন।

সূত্রের খবর, চুপিসাড়েই কুকীর্তি চালিয়ে যাচ্ছিলেন তিনি। শহরে বসেই তিনি দিব্যি মাদক পাচার করছিলেন। সঙ্গী বিজেপি নেতা প্রবীর দে তাঁকে মাদক সরবরাহ করতেন। এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘আমি এখনও এই বিষয়ে কিছু জানি না। তাই এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। ওঁদের ব্যাগে মাদক ছিল, নাকি তা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তা তদন্তের বিষয়।’‌

আরও পড়ুন: জাকিরের শরীরের তিনটি জায়গায় প্লাস্টিক সার্জারি, মিলল চাঞ্চল্যকর তথ্য

 

Exit mobile version