Site icon The News Nest

বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ লোকাল ট্রেন, কোন কোন পরিষেবা মিলবে, তালিকা দিলেন মুখ্যমন্ত্রী

cm 6

রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল থেকে বন্ধ লোকাল ট্রেন। সরকারি পরিবহণ এবং মেট্রো চলবে ৫০ শতাংশ। পরিবর্তন করা হল বাজার খোলা রাখার সময়েও। পরিবর্তন হচ্ছে ব্যাংক খোলার সময়ও।

বুধবার শপথ গ্রহণের পরই রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলায় তৎপর মুখ্যমন্ত্রী। শপথগ্রহণের পরই জানিয়ে দিয়েছিলেন করোনা মোকাবিলায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। সে কথা মাথায় রেখেই এদিনে একাধিক নতুন নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভোটের ফল প্রকাশের আগের দিনই রাজভবনে মিঠুন, শুরু গুঞ্জন

রাজ্যে এই মুহূর্তে সম্পূর্ণ লকডাউন না হলেও দোকান, বাজার, ব্যাঙ্ক খোলা রাখার বিষয়ে সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে। জরুরি পরিষেবা ও হোম ডেলিভারিতে কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। এদিন মুখ্যমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে একাধিক বিষয় উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: শপথগ্রহণেই দ্বৈরথ! হিংসা নিয়ে ধনখড়ের খোঁচা, পালটা ‘অযোগ্যতার’ তোপ মমতার

 

 

Exit mobile version