Site icon The News Nest

বাড়িতে বসে ৪ মিনিটে খুলুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ন্যূনতম ব্যালেন্স রাখার নেই ঝঞ্ঝাট

ওয়েব ডেস্ক: এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আরও সহজ করে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এর জন্য ব্যাঙ্কে যাওয়ারও দরকার নেই ৷ মাত্র ৪ মিনিটেই খুলতে পারবেন অ্যাকাউন্ট ৷ ইনস্টা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিষেবা চালু করেছে এসবিআই ৷

 ইনস্ট্যান্ট ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট যেখানে গ্রাহক ব্যাঙ্কের ইন্টিগ্রেটেড ব্যাঙ্কিং ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম YONO-এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ ইনস্টা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রাহকরা 24×7 ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা পাবেন ৷ এই অ্যাকাউন্টের গ্রাহকরা পেয়ে যাবেন RuPay ATM-cum-ডেবিট কার্ড ৷

আরও পড়ুন : যোগাসন করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে! জাতির উদ্দেশ্যে ভাষণে নানা টিপস প্রধানমন্ত্রীর

ট্যুইটে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে মাত্রা ৪ মিনিটে বাড়ি বসেই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকরা ৷ এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে দিতে হবে না কোনও বাড়তি চার্জ ৷

এই অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে YONO অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ এরপর আধার ও প্যান নম্বর দিয়ে ওটিপি সাবমিট করতে হবে ৷ এখানে নমিনি ও এসএমএস-এর সুবিধা পাবেন গ্রাহকরা ৷ প্রক্রিয়া পুরো হওয়ার পর অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তারা লেনদেন শুরু করতে পারবেন৷ এক বছরের মধ্যে নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে কেওয়াইসি জমা দিতে হবে ৷

এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ছিল বেজায় ঝামেলার কাজ। নানা ফিরিস্তি। তবুও যেহেতু সরকারি ব্যাঙ্ক মানুষ খানিকটা বেশি ভরসা করে। একই সঙ্গে হতাশা প্রকাশ করে। এক তো ন্যূনতম ব্যালেন্স, দুই নানা হাঙ্গামা, বায়নাক্কা। ফলে বেসরকারটি ব্যাংকে চলে যায় অনেকেই। এবার হয়ত সেটা কমবে। মনে করছেন বহু আম আদমিও।

আরও পড়ুন : Father’s Day 2020: বাবা মানে নিখাদ আশ্রয়, শীতল ছায়া! প্রিয়জনকে শুভেচ্ছা জানান এই মেসেজগুলির মাধ্যমে

Exit mobile version