Site icon The News Nest

গালওয়ানে সংঘর্ষের পর পরিস্থিতি খতিয়ে দেখতে লেহ’তে পৌঁছালেন মোদী

The News Nest: লেহ লাদাখে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ জুন এই এলাকাতেই ভারত-চিন সেনারা সংঘর্ষের সময় মুখোমুখি হয়েছিলেন। সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ ভারতীয় জওয়ান।সঙ্গে রয়েছেন ভারতীয় সেনা প্রদান এম এম নারাভানে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

আরও পড়ুন : আরও শক্তিশালী ভারত,রাশিয়া দিচ্ছে ২১ মিগ-সহ ৩৩ যুদ্ধবিমান

এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন আছে ও সেনাবাহিনীর মনোবল বাড়াতে শুক্রবার সকালে সীমান্তে পৌছছেন তিনি।

গত সপ্তাহে মন কি বাত রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, লাদাখের বিষয়ে ভারত চিনকে উপযুক্ত জবাব দিয়েছে। চিনের নাম না করেই মোদী জানিয়েছিলেন, পড়শি যে কোনও দেশ যদি লাদাখের দিকে তাকায় তবে তার যোগ্য জবাব দিতে ভারত তৈরি।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও একই দিনে ওয়েস্টার্ন সেক্টরে যাবনে বলেন জানা গিয়েছিল। আসলে লাদাখে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রীর। কিন্তু তা বাতিল হয়। শুক্রবার হঠাৎ জানা যায় রাজনাথ নয় মোদী নিজে সেখানে যাচ্ছেন।প্রধানমন্ত্রী বর্তমানে ‘নিমু’ লোকেশনে আছেন। এমনটাই জনিয়েছে পিএমও। আজ সকালেই তিনি সেখানে পৌঁছে যান। কথা বলেন দেশের সেনা জওয়ান এবং আইটিবিপি-র সঙ্গে।

বিস্তারিত আসছে…

আরও পড়ুন : প্যাংগং-গালওয়ান সেনা সরাতে নারাজ ‘গোঁয়ার’ চিন, আলোচনায় সার !

Exit mobile version