Site icon The News Nest

করোনা মোকাবিলায় প্রদীপ জ্বালান, #9pm9minute ট্যাগ ব্যবহার করে মনে করিয়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী

PM Modi Appeals for Candle and Diyas

ওয়েব ডেস্ক: আজ রবিবার। আজই রাত ৯টায় ৯ মিনিটের জন্য বৈদ্যুতিক আলো নিভিয়ে জ্বালতে হবে প্রদীপ, মোমবাতি। জ্বালতে হবে মোবাইল ফোনের টর্চ। আগেই এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিন সেটা ফের মনে করিয়ে দিলেন টুইট করে। তবে কোনও অতিরিক্ত কথা লেখেননি নরেন্দ্র মোদী। টুইট করে শুধুই লিখেছেন “#9pm9minute”।

আরও পড়ুন: লকডাউনের প্রভাব! টলটলে নীল জল গঙ্গা ও যমুনায়, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়2020

গত শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তায় আহ্বান জানিয়েছেন, রবিবার রাত ন’টায় মোমবাতি, প্রদীপ কিংবা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে করোনাভাইরাস সংকটের মধ্যে দেশের প্রতি সংহতি জানান। মোদী বলেন, “১৩০ কোটি দেশবাসীর মহাশক্তি জাগরণ করতে হবে। মহাসঙ্কল্পকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। তাই ৫ এপ্রিল রবিবার রাত ন’টায় আমি আপনাদের সকলের ন’মিনিট চাইছি। ওই সময়ে আপনারা ঘরের সমস্ত লাইট বন্ধ করে ঘরের দরজা বা বারান্দায় দাঁড়িয়ে ৯ মিনিট ধরে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালান।”

তাঁর দাবি, এর ফলে এক অনন্য মহাশক্তির প্রকাশ হবে দেশে। প্রতিটি দেশবাসী একইসঙ্গে লড়াই করার সঙ্কল্প করবেন ওই উজ্জ্বলতায়। তাঁরা মনে করে নেবেন, “হাম আকেলে নেহি হ্যায়, কোয়িভি আকেলা নেহি হ্যায়।” প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, ১৩০ কোটি দেশবাসী করোনা দূর করার একই সঙ্কল্প নিয়ে লড়ছে।

আরও পড়ুন: বাঙালি নারী ও বঙ্গ সংস্কৃতিকে অসম্মানের অভিযোগ, ‘গেন্দা ফুল’- এর বিরুদ্ধে দায়ের এফআইআর

তাঁর আবেদন ঘিরে শুরু হয়েছে বিতর্কের ঝড়। কংগ্রেস-সহ বিরোধীরা নমোর আর্জিকে কটাক্ষ করে আশঙ্কা প্রকাশ করেছেন, টানা ৯ মিনিট একযোগে আলো নিভিয়ে রাখার পরে আবার একসঙ্গে দেশের সমস্ত গৃহস্থালিতে আলো জ্বলে উঠলে জাতীয় বিদ্যুৎ গ্রিডের উপরে বড়সড় চাপ এসে পৌঁছবে, যার জেরে বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে।

জবাবে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে আশ্বস্ত করে বলা হয়েছে, জাতীয় গ্রিড অত্যন্ত শক্তিশালী। তাই ভোল্টেজ ওঠানামার ঝটকা সামলে সারা দেশে বিদ্যুৎ যোগাযোগ অটুট রাখতে তা সক্ষম। তা ছাড়া, প্রধানমন্ত্রী শুধু বসতবাড়ির আলো নিভিয়ে রাখতে বলেছেন, কিন্তু ফ্রিজ, টিভি, এসি, পাখা, কম্পিউটারের মতো অন্যান্য গৃহস্থালীর বৈদ্যুতিক সরঞ্জামের সংযোগ বিচ্ছিন্ন করতে বলেননি বলেও যুক্তি দিয়েছে মন্ত্রক।

আরও পড়ুন: ‘আপনাদের জন্য আমরা গর্বিত’, করোনায় এয়ার ইন্ডিয়ার লড়াইকে কুর্নিশ পাকিস্তানের

Exit mobile version