Site icon The News Nest

‘‌ক্রিকেটকে খুন করল বিহারী’, সিডনি টেস্ট ড্র নিয়ে বিস্ফোরক বাবুল! সমালোচকদের কটাক্ষ সৌরভের

123

ক্রিকেটপ্রেমীরা তাঁর এই ইনিংসকে ধন্য ধন্য করছেন৷ কিন্তু সিডনিতে টেস্ট ড্র রাখার অন্যতম নায়ক হনুমা বিহারীর ব্যাটিংয়ের কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ বাবুলের মতে, হনুমা শুধু ভারতের জয়ের আশাই শেষ করে দেননি, ক্রিকেটকেও হত্যা করেছেন! যদিও ট্যুইটারে বাবুলের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অনেকেই৷ বিহারীর পাশেই দাঁড়িয়েছেন তাঁরা৷

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দেওয়া ৪০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ৫ উইকেট খুইয়ে হারের মুখে দাঁড়িয়েছিল ভারত৷ কিন্তু সেখান থেকেই রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে ভারতের হার রুখে দেন তরুণ হনুমা বিহারী৷ দুই ব্যাটসম্যান মিলে ৪২ ওভারেরও বেশি ব্যাট করেন৷ জুটিতে ওঠে মাত্র ৬২ রান৷ কিন্তু ভারতের হার বাঁচাতে সেটাই প্রয়োজন ছিল৷ হনুমা বিহারী নিজে ১৬১ বল খেলে ২৩ রানে অপরাজিত থাকেন৷ কিন্তু পরিস্থিতির বিচারে তাঁর এই ইনিংসই অমূল্য হয়ে ওঠে৷

কিন্তু বিহারীর এই অতি শ্লথ ব্যাটিং নিয়েই প্রশ্ন তুলেছেন বাবুল সুপ্রিয়৷ ট্যুইটারে তিনি লেখেন, ‘১০৯ বল খেলে ৭ রান! এটা কোনও ভাবে মেনে নেওয়া যায় না৷ হনুমা বিহারী ভারতের ঐতিহাসিক জয়ের সম্ভাবনাকেই শেষ করে দেয়নি, ক্রিকেটকেও খুন করেছে৷ ক্ষীণ সম্ভাবনা থাকলেও জেতার চেষ্টা না করাটা অপরাধ৷’ একই সঙ্গে বাবুল অবশ্য লেখেন, ‘আমি জানি আমি ক্রিকেট সম্পর্কে কিছুই জানি না৷’

আরও পড়ুন: অস্ট্রেলিয়া থামল ৩৩৮ রানে,কম ইনিংস খেলে কোহলিকে ছুঁলেন স্মিথ

পরের টুইটে বাবুল লেখেন, ”হনুমা মারার বলে অন্তত বাউন্ডারি পাওয়ার মতো শট খেললে ভারত ঐতিহাসিক জয় পেতে পারত। পন্থ যে ক্রিকেটটা খেলল, সেটা হয়তো কেউই আশা করেনি। হনুমা সেট ব্যাটসম্যান ছিল, তাই আমার মনে হয় খারাপ বলগুলোতে ও বাউন্ডারি মারতেই পারত।” এরপর নেটিজেনদের কটাক্ষেরও মুখে পড়তে হয়েছে তাঁকে। একজন তো এমনও লিখেছেন, ”ক্রিকেট সম্পর্কে যখন কিছু জানেন না, তখন মন্তব্য করবেন না।”

ছোট্ট একটা টুইট। তাতে দলের জন্যে শুভেচ্ছা বার্তা আর সমালোচকদের জবাব। ‘সোমবারে ম্যাচ পূজারা, পন্থ, অশ্বিনদের প্রয়োজনটা নিশ্চই বোঝা গেল? টেস্ট ক্রিকেটে দুরন্ত বোলারদের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাটিং করা সবসময় বলের লাইনে গিয়ে হিট করার মতন নয়। টেস্ট ক্রিকেটে প্রায় ৪০০ উইকেট সহজে আসে না।’ লিখেছেন সৌরভ।

বেফাস ট্যুইট করায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে একহাত নিলেন তৃণমূল নেতা মদন মিত্র। মদন মিত্র বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটারকে বাবুল খারাপ কথা বলেছে, দেশদ্রোহী বলেছে। এটা ঠিক নয়, এমনটার মানেই হয় না। খেলোয়াড়রা একদিন ভালো খেলবে একদিন খারাপ। তবে তাঁকে খুনি বা দেশদ্রোহী বলা যায় না। বিজেপি দলটাই এমন। হনুমাও তো হনুমান ও রামের নাম থেকে আসে। সেই নামের ছেলেকেও তো বিজেপি ছাড়ছে না।’

আরও পড়ুন: সিডনিতে গৌরবজনক ড্র ভারতের, হার না মানা লড়াই করলেন হনুমা-অশ্বিন

 

Exit mobile version