Site icon The News Nest

Hanuman Mantra: মঙ্গলবার সকালে জপ করুন বজরংবলীর এই মন্ত্র, দূর হবে সব বাধা

HANUMAN

শুদ্ধ মনে বজরংবলীর পুজো করলে ব্যক্তির জীবনের সমস্ত কষ্ট দূর হয়। বজরংবলীকে প্রসন্ন করার জন্য শাস্ত্রে কিছু মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি মঙ্গলবার সকালে স্নান করে বজরংবলীর এই মন্ত্র জপ করলে সমস্ত বাধা, বিঘ্ন, ভয় থেকে মুক্তি পাওয়া যেতে পারে। মঙ্গলবার সকালে কোন কোন মন্ত্র জপ করবেন জেনে নিন।

বজরংবলীর মূল মন্ত্র

ওম হ্রাং হ্রীং হ্রং হ্রৈং হ্রৌং হ্রঃ।। হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট্। ওম হং হনুমন্তায় নমঃ ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা।

বজরংবলীর সংকট নাশক মন্ত্র

ওম নমো হনুমতে রুদ্রাবতরায় সর্বশত্রুসংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা!

ভয় নাশক মন্ত্র

ওম হং হনুমন্তে নমঃ। ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। মহাবলায় বীরায় চিরঞ্জিবীন উদ্দতে।
হারিণে বজ্র দেহায় চোলংগ্ধিতমহাব্যয়ে।।
ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্হবশত্রুসংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা।

সুখ-শান্তি লাভের মন্ত্র

ওম নমো ভগবতে হনুমন্তে নমঃ।

আরও পড়ুন: Vastu Tips: দাম্পত্য অশান্তি দূর হবে এই ফুলের গুণে, জেনে নিন

হনুমান অষ্টদশাক্ষর মন্ত্র

নমো ভগবতে আঞ্জনেয়ায়ে মহাবলায়ে স্বাহা।
ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্হবশত্রুসংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা।

মনোজবং মারুতুল্যবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠম্ বাতাত্মজং বানরযূথমুখ্যং শ্রীরামদূতং শরণং প্রপদ্যে।

ওম দক্ষিণমুখায় পচ্চমুখ হনুমতে করালবদনায়।

ওম পূর্বকপিমুখায় পচ্চমুখ হনুমতে টং টং টং টং টং সকল শত্রু সংহারণায় স্বাহা।

নারসিংহায় ওম হাং হীং হূং হৌং হঃ সকলভীতপ্রেতদমনায় স্বাহাঃ।
মর্কটেশ মহোত্সাহ সর্বশোক বিনাশন।

চাকরির সমস্যা দূর করার জন্য

চাকরি বা রোজগারের ক্ষেত্রে বারংবার সমস্যায় পড়লে বজরংবলীর এই মন্ত্র জপ করতে পারেন। এটি হল ওম পিঙ্গাক্ষায় নমঃ। ৯ মঙ্গলবার এই মন্ত্র জপ করলে সুফল পাবেন।

মান-সম্মান ও যশ লাভের জন্য

মান-সম্মান ও যশ লাভের জন্য প্রতি মঙ্গলবার এই মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হল– ওম ব্যাপকায় নমঃ। এই মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়। এই মন্ত্রটিও ৯ মঙ্গলবার জপ করবেন।

আরও পড়ুন: Mahashivratri 2023: মহাশিবরাত্রিতে ৩০ বছর পর শুভ যোগ, জেনে নিন পুজোর সময়

 

Exit mobile version