Site icon The News Nest

Ramzan 2021: জেনে নিন, কলকাতা, মুর্শিদাবাদ, মালদহ, ঢাকার -সেহেরি ও ইফতারের সময়

sehri

ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজান। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই মাস উপবাস ও উপাসনা। পবিত্র রমজান মাসে রোজা বা উপবাস পালন করেন সারাবিশ্বের মুসলমান ধর্মাবলম্বীরা। ১৪ এপ্রিল থেকে রমজান শুরু হয়েছে ভারতে। শেষ হবে ১৩ মে (বুধবার)। মাসের শেষে ইদ-উল-ফিতর উৎসবে মেতে উঠবেন সকলে। এই পবিত্র রমজান মাসেই পবিত্র কোরান শরিফের জ্ঞান লাভ করেছিলেন পয়গম্বর মহম্মদ।

এখানে জানুন ১৪ এপ্রিল ২০২১-এর সেহেরি এবং ইফতারের সময়—

১. কলকাতা : সেহরির সময় – ভোর ৪ টে। ইফতারের সময় – বিকেল ৫ টা ৫৭ মিনিট।

২. হাওড়া : সেহরির সময় – ভোর ৪ টে ০১ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা ৫টা ৫৭ টা।

৩. ডায়মন্ড হারবার : সেহরির সময় – ভোর ৪ টে ০২ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা ৫ টা ৫৭ মিনিট।

৪. মালদহ : সেহরির সময় – ভোর ৩ টে ৫৭ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা ৬ টা।

৫. মুর্শিদাবাদ : সেহরির সময় – ভোর ৩ টে ৫৮ মিনিট। ইফতারের সময় – বিকেল ৫ টা ৫৯ মিনিট।

আরও পড়ুন: মার্ক টোয়েনের হৃদয়স্পর্শী বাণী, যা বদলে দেবে আপনার জীবনও

৬. জলপাইগুড়ি : সেহরির সময় – ভোর ৩ টে ৫৩ মিনিট। ইফতারের সময় – বিকেল ৫ টা ৫৯ মিনিট।

৭. শিলিগুড়ি : সেহরির সময় – ভোর ৩ টে ৫৩ মিনিট। ইফতারের সময় – বিকেল ৬ টা।

৮. আগরতলা : সেহরির সময় – ভোর ৩ টে ৪৭ মিনিট। ইফতারের সময় – বিকেল ৫ টা ৪৬ মিনিট।

৯. ঢাকা : সেহরির সময় – ভোর ৪ টে ২০ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা ৬ টা ২২ মিনিট।

১০. লন্ডন : সেহরির সময় – ভোর ৩ টে ৫৭ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিট।

১১. দুবাই : সেহরির সময় – ভোর ৪ টে ৩৬ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা ৬ টা ৪২ মিনিট।

আরও পড়ুন: দেখে নিন গালিবের সেই অসাধারণ পঙতি, যা আপনাকে চেতনাময় করে তুলবে

Exit mobile version