দেখে নিন গালিবের সেই অসাধারণ পঙতি, যা আপনাকে চেতনাময় করে তুলবে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest
  • আমি তো মরবার জন্যেই দাঁড়িয়ে ছিলাম; সে-ই তো কাছে এলো না। আচ্ছা, মারবার জন্য কোনো তীরই কি ছিল না আজ রূপময়ীর তূণে?
  • প্রিয়ের সাথে মিলন হবে; আসলে এ আমার ভাগ্যেই ছিল না। যদি আরো কিছুদিন বেঁচে থাকতাম, অপেক্ষাটাই দীর্ঘতর হতো শুধু।
    জীবনের মেয়াদ আর বিষাদের বন্দিত্ব আসলে এক ও অভিন্ন, মৃত্যু আগেই মানুষ বিষাদ থেকে মুক্তি পাবে কেন?
  • প্রশংসা পাবার ইচ্ছা নেই; কোনও বিনিময়েরও প্রত্যাশা করি না। এমন যেন না হয় যে, আমার কোনও কোনো অর্থ নেই।
  • এই নিঃসঙ্গ আর বিষণ্ন রাতের অভিযোগ আমি কার কাছে করব? প্রতি সন্ধ্যায় মরার চেয়ে একবারে মৃত্যুটাই কি শ্রেয় ছিল না ।
  • আরও পড়ুন : কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ২০ হৃদয় ছোঁয়া উক্তি…
  • সন্ধ্যার অন্ধকার কতটা ভয়ঙ্কর, তা সেই পাখিকে জিজ্ঞাসা করো; যার কোনো ঘর নেই।
  • কোন দিক ঘুরে তুমি কাবায় যাবে গালিব; যখন তুমি লজ্জিত আর অনুতপ্ত নও?
  • জীবনটা ভরে গালিব একই ভুল করে গেছে। ধুলো ছিলো মুখে আর সে বারবার পরিষ্কার করেছে আয়না।
    যখন কিছুই ছিলো না, খোদা ছিলেন। যদি কিছু নাও হতো, খোদা থাকতেন; আমার অস্তিত্বই আমাকে ডুবিয়েছে, আমি না থাকলে কি এমন হতো?
  • ‘হে খোদা, সে না বুঝতে পারে আমাকে, না বুঝতে পারে আমার কথা
    তাকে দাও ভিন্ন হৃদয়, অথবা আমাকে দাও ভিন্ন বাচনভঙ্গি।’
  • ‘প্রেমের উপর জোর খাটে না, এ সেই আগুন, গালিব
    যা জ্বালালে জ্বলে না, নেভালে নেভে না’।
  • ‘মনে পড়ে যায় এখনো কতো অতৃপ্ত বাসনার ক্ষতচিহৃ বুকে রয়েছে
    হে খোদা আমার কাছ থেকে পাপের হিসাব চেয়ো না।’
  • এমন মরমিয়া বাণী আর তোমার মহিমান্বিত বয়ান
    যদি না মদ্যপ হতে তোমায় গালিব পীর মানতাম
  • ধর্মপ্রচারকের নিন্দামন্দ আমার কাটা ঘায়ে লবণ ছিটাল
    তাকে কেউ করো তো জিজ্ঞেস, কতটা সে আনন্দ পেল?
  • যে আর্তনাদ ঠোঁটে এলো না সে বুকে দাগ কেটে বসে
    যে জলবিন্দু নদীতে পৌঁছলো না তাকে মাটি শুষে নেয়
  • ভাবনা আবার তোমার গলিতে যেতে চায়
    বোধ হয় হারানো হৃদয়ের কথা মনে পড়েছে
  • তোমার দরজার সামনেই ঘর বানিয়ে নিয়েছি আমি
    এবারও কি বলবে আমার ঘরের ঠিকানা জানো না তুমি!

আরও পড়ুন : সফল হতে চান? পড়ুন ডেল কার্নেগির এই উক্তি গুলি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest