Site icon The News Nest

Vastu Tips: দাম্পত্য অশান্তি দূর হবে এই ফুলের গুণে, জেনে নিন

rajni

হাজার মানিয়ে নেওয়া কিংবা হাজার আলোচনার মাধ্যমেও অনেক সময় দাম্পত্য অশান্তি (Vastu Tips) শেষ হয় না। এবার দাম্পত্য কলহ দূর করতে একটি বিশেষ ফুলের টোটকা পালন করুন। বাড়িতে রাখুন রজনীগন্ধা ফুল। এতে সমস্ত অশান্তি দূর হবে। দেখে নিন কোন উপায় পালন করবেন রজনীগন্ধা ফুলের টোটকা।

বাড়িতে রজনীগন্ধা ফুলের বাগান তৈরি করুন। অনেক সময় তা সম্ভব নাও হতে পারে। এক্ষেত্রে বাড়িতে টপে পুঁতুন রজনীগন্ধা ফুল। রজনীগন্ধা ফুলের গাছ রাখলে তা সমস্ত নেতিবাচক এনার্জি দূর করে। ঘরে নেগেটিভ এনার্জি থাকলে তা সমস্ত কাজে বাধা দেয়।

নিত্যপুজোয় ব্যবহার করতে করুন রজনীগন্ধা ফুল। এতে ঘরের নেতিবাচক এনার্জি দূর হবে। নেগেটিভ এনার্জি থাকলে তা সমস্ত কাজে বাধা দেয়। তাই মেনে চলুন এই বিশেষ টোটকা। নিত্যপুজোয় রজনীগন্ধা ফুল দিন। মিলবে উপকার।

আরও পড়ুন: Jewellery: গয়না হারানোর কুফল জানেন? কী বলে জ্যোতিষশাস্ত্র

দাম্পত্য সম্পর্ক মধুর করতে চাইলে রজনীগন্ধা ফুল দিয়ে ঘর সাজাতে পারেন। শোওয়ার ঘরে রাখতে পারেন রজনীগন্ধা ফুল। এতে মিলবে উপকার। দাম্পত্য সকল জটিলতা দূর হবে এর গুণ। মেনে চলুন এই বিশেষ টিপস। মিলবে উপকার।

সেই সঙ্গে বাস্তুশাস্ত্র অনুসারে, বিবাহিতদের বেডরুমের জন্য হালকা সবুজ, গোলাপি, সাদা, নীল, হলুদের মতো রং বেছে নেওয়া উচিত। এই রং ঘরে ইতিবাচকতা নিয়ে আসে যার কারণে স্বামী-স্ত্রী সুখী জীবনযাপন করেন। বেডরুমে যদি বিয়ের ছবি লাগাতে চান তবে তা পশ্চিম দিকের দেওয়ালে লাগান। দম্পতির বেডরুমে কখনোই মৃত পূর্বপুরুষ, তাদের হিংসাত্মক ছবি বা পেইন্টিং এঙরে রাখবেন না। স্বামী-স্ত্রীর সম্পর্কের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।

আরও পড়ুন: Astrological Tips: ঘরের জন্য কোন রং শুভ? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Exit mobile version