Site icon The News Nest

আপনার পরিচয়পত্র ব্যবহার করে একাধিক মোবাইল নম্বর চালু নেই তো? জানুন এই পদ্ধতিতে

sim card linked aadhaar 1

দোকানে সিম কার্ড কিনতে গিয়ে আধার কার্ডের প্রতিলিপি দিয়ে চলে এলেন। তার পরে আর সে নিয়ে চিন্তাই করলেন না। খুবই স্বাভাবিক। এ দিকে আপনার পরিচয়পত্র ব্যবহার করে কেউ ভুয়ো সিম কার্ড চালু করে দিল। আপনি হয়তো জানতেই পারলেন না, আপনার নামে নেওয়া সিম কার্ড কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছে। কী করে জানবেন আপনার নামে এই রকম কোনও সিম কার্ড নেওয়া হয়েছে কি না?

আপনাকে সাহায্য করতে পারে সরকার। এই বিষয় নিয়ে হালে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

সেটির ওয়েব-ঠিকানা: tafcop.dgtelecom.gov.in। এখান থেকেই জানা যাবে আপনার পরিচয়পত্রে আর কোনও মোবাইল নম্বর চালু আছে কি না।

আরও পড়ুন: Realme GT 5G: প্রথমবার ভারতে সেল এই ফোনের, কোথায় কীভাবে কতটা ছাড় পাবেন দেখে নিন

কী ভাবে ব্যবহার করবেন ওয়েবসাইটটি?

১) টেলিকম বিভাগের পোর্টাল tafcop.dgtelecom.gov.in–এ যান।

২) পোর্টালে গিয়ে নিজের মোবাইল নম্বরটি দিন।

৩) মোবাইল নম্বরটি দিলেই ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে একটি এককালীন পাসওয়ার্ড (ওটিপি) আসবে।

৪) সেই পাসওয়ার্ড দিলেই আপনার নম্বরটি ভেরিফায়েড হয়ে যাবে।

৫) পোর্টালে এর পরে আপনার আইডি দিয়ে চালু থাকা মোবাইল নম্বরের তালিকা দেখা যাবে।

৬) এর মধ্যে কোনও ভুয়ো বা নকল সিম কার্ড থাকলে সেটাকে রিপোর্ট করুন।

৭) আপনার অভিযোগটি খতিয়ে দেখে টেলিকম সংস্থাটি সেই নম্বরটি ব্লক বা বন্ধ করে দেবে।

তবে এই পরিষেবা এখনও গোটা দেশে চালু হয়নি। প্রাথমিক ভাবে কয়েকটি রাজ্যে চালু রয়েছে। অদূর ভবিষ্যতে গোটা দেশেই এই পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Drone ক্যামেরা কিনতে লাগে কি অনুমতি লাগে? জানুন ওড়ানোর নিয়ম কী কী

Exit mobile version