Site icon The News Nest

Rain: বৃষ্টিতে বেরিয়ে ভিজেছে স্মার্টফোন? মোবাইল শুকোনোর সঠিক পদ্ধতি জানুন

phone

এখন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়েছে স্মার্টফোন। বৃষ্টির মধ্যেও ফোন সঙ্গে নিয়েই বেরতে হচ্ছে। সাবধানতা অবলম্বন করলেও ভারি বৃষ্টিতে ফোনে জল লাগার সম্ভাবনা বেশি। সব ফোন ওয়াটারপ্রুফ হয় না। এই কারণেই ফোনের ভিতরে জল ঢুকলে তা বিকল হতে পারে। বৃষ্টিতে ফোন ভিজে গেলে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত? দেখে নিন।

স্মার্টফোন বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত যা করবেন-

আরও পড়ুন: BGMI Banned: ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াও ব্যান? প্লে স্টোর-অ্যাপ স্টোর থেকে বেপাত্তা

আরও পড়ুন: One Nation, One Charger: এবার থেকে সব গ্যাজেটের একটাই চার্জার! আসছে নিয়ম

Exit mobile version