Site icon The News Nest

OnePlus Nord CE 2 5G: দেশে লঞ্চ হওয়া এই ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিন

oneplus nord ce 2 grey and blue

ওয়ানপ্লাস (OnePlus) নর্ড সিই২ ৫জি (OnePlus Nord CE2 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। নতুন ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক Dimensity ৯০০ প্রসেসর। এছাড়াও এই ফোনের ব্যাক প্যানেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। অ্যানড্রয়েড ১১ আউট অফ দ্য বক্স সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। আর রয়েছে মাইক্রো এসডি কার্ডের স্লট এবং ৬৫ ওয়াটের সুপার VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট।

ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। বাহামা ব্লু এবং গ্রে মিরর, এই দুই রঙে ভারতে পাওয়া যাবে ওয়ানপ্লাস নর্ড সি২ ৫জি ফোন। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ফোনের বিক্রি। ওয়ানপ্লাস কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন ছাড়াও অন্যান্য রিটেল স্টোরে এই ফোন পাওয়া যাবে।

ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

আরও পড়ুন: এবার আর 28 দিন নয়, 30 দিন হতে চলেছে রিচার্জের বৈধতা, নয়া নির্দেশিকা TRAI-এর

আরও পড়ুন: Snow Moon 2022 : আজ রাতের আকাশে দেখা যাবে বিস্ময়কর তুষার চাঁদ! জানুন এই নামের কারণ

 

Exit mobile version