Site icon The News Nest

World Photography Day: কম বাজেটে সেরা 5 DSLR ক্যামেরা, দেখে নিন লিস্ট

dslr

আজ World Photography Day। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফটো তুলতে ভালবাসে। আবার অনেকেই আছে যারা ভবিষ্যতে ফটোগ্রাফার হতে চায়। একজন ভালো ফটোগ্রাফার হতে গেলে প্রয়োজন ভালো প্রফেশনাল ক্যামেরার। কিন্তু অনেকসময় ভালো ক্যামেরা কিনতে বাজেট পেরিয়ে যায়।

তাই আজ আমরা আপনাদের জন্য এনেছি কয়েকটি বাজেট ফ্রেন্ডলি ক্যামেরার খোঁজ। যাদের দাম শুরু মাত্র 30,000 টাকা থেকে। আসুন জেনে নেওয়া যাক-

CANON EOS 1500D DIGITAL SLR CAMERA 

এই ক্যামেরাটি এক্কেবারে শিক্ষানবিশ এবং অপেশাদার ফটোগ্রাফারদের জন্য উল্লেখযোগ্য। এই DSLR ক্যামেরার দাম  30,999 টাকা।

স্পেসিফিকেশন-

 

SONY ALPHA ILCE 6000Y DSLR CAMERA

এই হাল্কা ওজনের ক্যামেরাটি খুব সহজ বহনযোগ্য। এই DSLR ক্যামেরার দাম 53,990 টাকা।

স্পেসিফিকেশন-

 

CANON EOS 200D DSLR CAMERA- 

এটি একটি হাই-কোয়ালিটি ডিএসএলআর ক্যামেরা, যা অপেশাদার ফটোগ্রাফারদের সঙ্গে সঙ্গে প্রশিক্ষনপ্রাপ্ত ফটোগ্রাফারদের জন্যেও উপযুক্ত।এই ডিএসএলআর ক্যামেরার দাম- 52,990 টাকা।

স্পেসিফিকেশন- 

 

আরও পড়ুন: IOS ভার্সানে আসছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, জল্পনা উস্কে দিল গেমিং কর্তৃপক্ষ

SONY ALPHA ILCE 6000L DSLR CAMERA

এই ক্যামেরাটি ফটো তোলার বিষয়টিকে বেশ সহজ করে তোলে ফটোগ্রাফারদের জন্যে। এই ক্যামেরার দাম- 43,190 টাকা।

স্পেসিফিকেশন-

 

NIKON D5600 DIGITAL CAMERA

অপেশাদার ফটোগ্রাফারদের জন্য হাই কোয়ালিটি ফটো ক্যাপচারের জন্য এই Nikon ক্যামেরা উল্লেখযোগ্য।

স্পেসিফিকেশন-

 

NIKON D5300 DSLR CAMERA-

অপেশাদার ফটোগ্রাফারদের জন্য হাই কোয়ালিটি ফটো ক্যাপচারের জন্য এই Nikon ক্যামেরা উল্লেখযোগ্য।

স্পেসিফিকেশন-

আরও পড়ুন: এবার হোয়্যাটসঅ্যাপেও পাওয়া যাবে করোনা টিকার Certificate, ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

Exit mobile version