Site icon The News Nest

Durga Puja 2020: বাকি আর মাত্র কয়েকদিন, পুজো স্পেশাল এই একটি ফেসিয়াল ট্রাই করুন

skincare

পুজো তো চলেই এল প্রায়। করোনা বলে ভিড় এড়াতে যতই বলি না কেন বাইরে যাব না, কিন্তু দুর্গাপুজোয় বাঙালি রাস্তায় যাবে না তা কি হয়! অন্তত এক দিন হলেও তো বেরোবেন না কি! আর ওই এক দিনেই কিন্তু তাক লাগিয়ে দিতে হবে। আর তার জন্য এখন থেকেই দরকার রূপচর্চা নিয়ম করে। পুজোর আগেই তাই শুরু করুন এই একটি ফেসিয়াল, ঘরে বসেই।

ফেসিয়াল হল ত্বকের মধ্যে রক্ত সঞ্চালনের একটি ভাল উপায়। আপনার মুখের প্রত্যেক অংশে রক্ত সঞ্চালন হয় যখন ফেসিয়ালের ম্যাসাজ করা হয়। এর ফলে অক্সিজেনের সরবরাহ ভাল হয়। আর অক্সিজেনের সরবরাহ ভাল হলেই মুখের ত্বকের জেল্লা বাড়বে। নতুন কোষ তৈরি হবে। তাই ফেসিয়াল মাস্ট। আর আপনার পকেটের কথা এবং নিরাপত্তার কথা ভেবেই তো আমরা ঘরোয়া ফেসিয়ালের কথা বলছি। তাহলে আর চিন্তা কীসের! আর সবচেয়ে বড় কথা হল, এই ফেসিয়ালটি কিন্তু সব ধরণের স্কিনের জন্য ভাল।

প্রথমে ক্লিনসিং

এবার স্ক্রাবিং

ফেসিয়াল করার আগে আপনার স্কিন ভিতর থেকে পরিষ্কার করে নিতে হবে। আর তার জন্য দরকার স্ক্রাবিং।

উপকরণঃ

আরও পড়ুন:  চুল পড়ছে খুব? হেয়ার মাস্ক ঘরে তৈরি করে ব্যবহার করুন, ফল পাবেন হাতেনাতে

গ্লো ফেস প্যাক

আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। এবার দরকার একটা ক্রিম যা আপনার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে।

উপকরণঃ

এইভাবে এক মাস ফেসিয়াল করলে এক মাস পর নিজেকে চিনতেই পারবেন না। সপ্তাহে তিনবার করে করবেন একদিন অন্তর একদিন। সব ঘরের জিনিস দিয়ে ফেসিয়াল বললাম। কিন্তু কেউ বুঝবেনই না যে এটি হোম মেড ফেসিয়ালের কামাল।

আরও পড়ুন: পুজোর আগে ত্বকের হারানো জেল্লা ফেরাতে চান? আপনার জন্য রইল শেহনাজ হুসেনের ১০টি টিপস

 

Exit mobile version