Site icon The News Nest

RR vs KKR: গ্যালারিতে কিং খান! ১৭৪ তাড়া করতে নেমে ৬ উইকেট খুইয়ে চাপে রাজস্থান

srk2

দুবাইয়ে শাহরুখ। ম্যাচ দেখতে হাজির হলেন মাঠে। কিং খান মাঠে আসবেন, একথা ম্যাচ শুরুর আগেই জানিয়েছিলেন নাইট সিইও বেঙ্কি মাইসোর। সেই মতো ম্যাচের মাঝেই স্টেডিয়ামে পৌঁছে যান বলিউডের বাদশা। তাঁর সামনে লড়াই করার মতোই রান করল কলকাতা নাইট রাইডার্স। টি  টোয়েন্টি ক্রিকেটে ১৭৪ ভালই স্কোর। তার উপরে নাইটদের রয়েছে প্যাট কামিন্স, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর মতো বোলার।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট নাইডার্সের প্রথম এগারোতে কোনও বদল নেই। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলা উইনিং কম্বিনেশনই ধরে রাখল নাইটরা। পঞ্জাবের বিরুদ্ধে খেলা প্রথম একাদশ অপরিবর্তিত রেখেছে রাজস্থান রয়্যালসও। দুবাইয়ে টস জিতে প্রথমে KKR-কে ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ।

আরও পড়ুন: মুখের ভাষা অত্যন্ত খারাপ! ‘সুশিক্ষা’ দিতে আইসোলেশনে পাঠানো হল ৫ টিয়াকে

ওপেনিংয়ে এদিনও ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না সুনীল নারিন। ১৪ বলে ১৫ রান করে ফিরলেন তিনি। শুভমান গিল ভালো শুরু করলেও ৪৭ রানে থামলেন। আর্চারের বলে তাঁর হাতেই ধরা দিলেন শুভমান। নীতিশ রানা ২২ এবং দীনেশ কার্তিক ১ রান করেন। যখন রাসেল ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ঠিক তখনই অঙ্কিত রাজপুত তুলে নিলেন রাসেলকে। ১৪ বলে ২৪ রান করলেন তিনি। কামিন্স করেন ১২ রান। শেষ দিকে ব্যাট হাতে ঝোড়ো ব্যাটিং করেন ইয়ন মরগ্যান। ২৩ বলে ৩৪ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে কেকেআর। রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন কুরান, উনাদকাট, রাজপুত এবং তেওয়াটিয়া।

অন্যদিকে, শুরুতেই রাজস্থান শিবিরে আঘাত হানেন প্যাট কামিন্স। রাজস্থান অধিনায়ক স্মিথকে ৩ রানে আউট করেন কামিন্স। তাঁর ওভারের পঞ্চম বলেও ক্যাচ তুলে বেঁচে গিয়েছিলেন স্মিথ। পরের বলেই কার্তিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন স্মিথ। রাজস্থানের প্রথম দুটো ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন সঞ্জু স্যামসন। স্মিথ ফিরে যাওয়ার পরে তাঁর উপরে দায়িত্ব ছিল অনেক। কিন্তু মাভির বলে ফর্মে থাকা সঞ্জুকে ফিরতে হল মাত্র ৮ রান করে। জস বাটলারও নাইট বোলার মাভির শিকার। ১১ ওভারে রাজস্থানের রান ৬ উইকেটে ৬৭ ।

আরও পড়ুন: Unlock 5.0: ১৫ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল, স্কুল খোলার সিদ্ধান্ত রাজ্যের

Exit mobile version