মুখের ভাষা অত্যন্ত খারাপ! ‘সুশিক্ষা’ দিতে আইসোলেশনে পাঠানো হল ৫ টিয়াকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সব সময়ে নোংরা কথা। ছোট, বড় জ্ঞানটুকুও নেই। ফলে দর্শকদের সামনে আর রাখার উপায় নেই। ইংল্যান্ডের এক চিড়িয়াখানা থেকে পাঁচ টিয়াকে তাই ভাষা শিক্ষার জন্য অন্যত্র পাঠানো হল। খারাপ কথা ভুলে ভাল কথা না শেখা পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। একই সঙ্গে পাঁচ টিয়া আলাদা আলাদা থেকে কুকথা ভুলে ভদ্র, সভ্য হবে।

লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের পক্ষে জানানো হয়েছে, পাঁচটি আফ্রিকান টিয়াকে আপাতত আর চিড়িয়াখানায় আসা দর্শকদের সামনে রাখা হবে না। পাঁচ টিয়াকে আলাদা আলাদা পাঁচ জনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নিজেদের সংশোধন করে ফেরার পরে ফের তাদের দর্শকদের মুখোমুখি হতে দেওয়া হবে।

আরও পড়ুন: লুডো খেলায় চিটিং করেছে বাবা, অভিযোগ নিয়ে সটান আদালতে মেয়ে !

পাঁচ টিয়ার নাম এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি।চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে, পাঁচটি টিয়া একসঙ্গে হলেই খারাপ ভাষায় কথা বলতে শুরু করে। এদিকে শিশুদের সামনে এসব বললে খারাপ প্রভাব পড়তে পারে। তাই তাদের সরিয়ে দেওযার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিড়িয়াখানার কর্তা স্টিভ নিকোলাস জানিয়েছেন, “শিশুদের সামনে ওদের কথাবার্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম।”

তবে ঠিক কী ধরনের ‘নোংরা’ কথা এরা বলে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। চিড়িয়াখানার কর্তা স্টিভ নিকোলাস সংবাদসংস্থাকে জানিয়েছেন, “শিশুদের সামনে ওদের কথাবার্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম।” এখন অপেক্ষা, কবে এই পাঁচ আফ্রিকান টিয়ার সুশিক্ষা শেষ হবে। তারপরেই ফেরা হবে চিড়িয়াখানায়।

আরও পড়ুন: মগডালে চেপে গাছ কাটছেন যুবক, দেখে নিন ভিডিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest