Site icon The News Nest

Asia Cup 2022: এই পাঁচ কারণে পাকিস্তানের কাছে হার মানতে হল রোহিত-ব্রিগেডকে

IND VS PAK NEW

ভারত ১৮১/৭ (কোহলি ৬০, শাদাব ২-৩১)
পাকিস্তান ১৮২/৫ (রিজওয়ান ৭১, নওয়াজ ৪২)
পাকিস্তান  উইকেটে জয়ী।

এশিয়া কাপে সুপার ফোরে ভারত তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারল। কোথায় ভুল করল ভারত?

1. ১০ নম্বর থেকে ১৭ নম্বর ওভারে সে ভাবে রানই তুলতে পারেননি ভারতীয় ব্যাটাররা। শুধু ১৩ নম্বর ওভারে ১৩ রান ওঠে। বাকি সাত ওভারে রান একেবারেই ওঠেনি। স্কোরবোর্ডে দু’শো থাকলে ভারত কোনওভাবেই ম‌্যাচটা হারত না।

2.এক সপ্তাহ আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বোলাররা ঠিক যতটা ভাল বোলিং করেছিল, এদিন ঠিক ততটাই খারাপ বোলিং করল ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পাণ্ডিয়ারা। তিনজনই সিনিয়র বোলার। অথচ এই তিনজন ওভার পিছু দশের উপর করে রান দিয়ে গেল।

আরও পড়ুন: Durand Cup 2022: আত্মঘাতী গোলে জিতল মোহনবাগান, টানা ছয় ডার্বি জয়

3.মহম্মদ রিজওয়ানের কাছে আবার ভারতীয় বোলারদের আত্মসমর্পণ। ৫১ বলে ৭১ রান করেন তিনি।

4. রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোটা একটা বড় ভুল ছিল। অশ্বিন বিশ্বমানের স্পিনার। তাছাড়া দুবাইয়ের কন্ডিশনে আপনি টিমে যত বেশি স্পিনার রাখবেন, তত লাভ। সেখানে দীপক হুডাকে খেলানো হল। অথচ ওকে দিয়ে একটা ওভারও বোলিং করানো হল না।

5.মোক্ষম সময়ে আসিফ আলির ক্যাচ ফেলে দেন অর্শদীপ সিং। তখনও পাকিস্তানের ১৬ বলে ৩১ রান দরকার ছিল।সেই আসিফ আলি ৮ বলে ১৬ রানে করে গেল। তখন আফিস আউট হলে পাকিস্তান ভালরকম চাপে পড়ে যেত।

আরও পড়ুন: Asia Cup 2022: ভারত-পাকিস্তানে ম্যাচে টস বিভ্রাট! তার পর…

Exit mobile version