Site icon The News Nest

Asian Games 2023: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াডে সোনা ভারতীয় মহিলা ক্রিকেট দলের

CRICEKT

এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনা জয় ভারতীয় দলের। ভারতীয় ক্রিকেটে এক নতুন ইতিহাসের স্বাক্ষী স্মৃতি মন্ধনা, শেফালী বর্মারা। ফাইনালের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই তিতাস সাধু ও কাজেশ্বরী গায়কোয়াড়ের হাত ধরে সোনার স্বপ্ন সফল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে।

সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে ইতিহাস গড়ল হরমনপ্রীত কৌরের দল। ফাইনালে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে অবিশ্বাস্য বোলিং করলেন বাংলার ১৯ বছরের পেসার তিতাস সাধু। পোডিয়ামে উঠে সোনার পদক নেওয়ার সময় উচ্ছ্বাসে ভাসল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিনই আবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌর তাঁর শততম আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচে নেমেছিলেন। নিজের কেরিয়ারের শততম টি-২০ ম্যাচে এশিয়ান গেমসে সোনার পদক ঝোলালেন হরমনপ্রীত।

আরও পড়ুন: Gautam Gambhir: কোহলির স্লোগান শুনেই দেখালেন মধ্যমা, ফের বিতর্কে গম্ভীর

প্রসঙ্গত, বাংলাদেশ গিয়ে অখেলোয়াড়চিত আচরণ করায় হরমনপ্রীতকে দুই ম্যাচ সাসপেন্ড করা হয়। যে কারণে হাংঝৌ এশিয়াডের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়া ও সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেননি হ্যারি। তাঁর বদলে ভারতীয় দলকে ওই দুটি ম্যাচে নেতৃত্ব দেন স্মৃতি মন্ধনা। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে ফিরে নেতৃত্বে আসেন হরমনপ্রীত।

এর আগে দু’বার এশিয়ান গেমসে মহিলাদের টি টোয়েন্টি-র খেলা হয়েছিল। একবার তাতে সোনা জিতেছিল শ্রীলঙ্কা, আরেকবার বাংলাদেশ। ২০১৪ সালে ইঞ্চিয়নে এশিয়ান গেমসে মহিলাদের টি-২০ ক্রিকেটের খেলা হয়েছিল। কিন্তু ভারত তাতে দল পাঠায়নি। গতবার মহিলাদের এশিয়ান গেমসে সোনা জিতেছিল শ্রীলঙ্কা, রুপো জেতে আফগানিস্তান, আর ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। ২০১৮ জার্কাতা এশিয়াডে ক্রিকেট বাদ পড়েছিল। ২০১০ গোয়াংঝৌ প্রথমবার এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল।

আরও পড়ুন: Asian Games 2023: অরুণাচলের তিন খেলোয়াড়কে ভিসা দিল না চিন, বিবৃতি দিয়ে কড়া জবাব ভারতের

Exit mobile version