Site icon The News Nest

প্যারালিম্পিক্সে ইতিহাস, সেমিফাইনালে পৌঁছে টেবিল টেনিসে পদক নিশ্চিত করলেন ভাবিনা পটেল

bhavina 696x392 1

টোকিও অলিম্পিক্সে টেবিল টেনিসে মোনিকা বাত্রারা রীতিমতো হতাশ করেছেন। তবে টোকিও-তে প্যারালিম্পিক্সে রুপকথার গল্প লিখছেন ভাবিনা প্যাটেল। প্যারালিম্পিক্সে টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে গিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছেন ভাবিনা। অসাধারণ ছন্দে রয়েছেন তিনি। একের পর এক নজির তৈরি করছেন। সেই সঙ্গে প্যারালিম্পিক্সে ভারতের প্রথম মহিলা টেবিল টেনিস প্লেয়ার হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস লিখে ফেলেছেন ভাবিনা। পাশাপাশি তিনিই প্রথম টেবিল টেনিস প্লেয়ার, যিনি প্যারালিম্পিক্সে পদক পাচ্ছেন।

শুক্রবার রিও প্যারালিম্পিকের সোনাজয়ীকে মাত্র ১৮ মিনিটে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন ভাবিনা। ফলে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করেছেন তিনি।  প্রি কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান প্রতিপক্ষ জোয়েস দি ওলিভিয়েরাকে (Joyce de Oliveira ) ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভাবিনা। বিকেলে ছিল কোয়ার্টার ফাইনালের ম্যাচ। সেখানে বিশ্বের দু’নম্বর তারকা বরিস্লাভা পেরিচ রানকোভিচ (Borislava Peric Rankovic)-কে ১১-৫, ১১-৬, ১১-৭ ব্যবধানে হারিয়ে দেন তিনি।

আরও পড়ুন: দুর্ধর্ষ অ্যান্ডারসনের বিরুদ্ধে ফের পরাস্ত ভারত অধিনায়ক কোহলি

ভাবিনা সেমিফাইনালে পৌঁছে গেলেও অপর এক ভারতীয় প্যাডলার সোনাল প্যাটেল পারলেন না। দক্ষিণ কোরিয়ার মি-গুইয়ের বিরুদ্ধে ১০-১২, ১১-৫, ১১-৩, ১১-৯ ব্যবধানে হেরে টোকিও প্যারালিম্পিক থেকে বিদায় নিলেন তিনি।

এ বার অলিম্পিক্সে মনিকা বাত্রাদের নিয়ে স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু তাঁরা চূড়ান্ত নিরাশ করেছেন। আর ভাবিনা সেই ক্ষততে প্রলেপ লাগানোর লড়াই চালিয়ে যাচ্ছেন। । শনিবার চিনের ঝিয়াং মিয়াওর বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচে নামবেন ভাবিনা। সেখানে ঠিক হবে তিনি পদকের রং রুপো বা সোনায় বদলাতে পারবেন কিনা!

আরও পড়ুন: CPL 2021: বিশাল ছক্কায় VIP বক্সের কাচ ভাঙলেন গেইল! দেখুন ভিডিও

Exit mobile version