Site icon The News Nest

CWG 2022: যুগ্ম ভাবে সেরা লাফ দিয়েও সোনা হাতছাড়া, নিয়মের জালে দ্বিতীয় শ্রীশঙ্কর! কেন?

murali sreeshankar

জীবনের সেরা লাফ দিয়েও সোনা হাতছাড়া হয়ে গেল মুরলি শ্রীশঙ্করের (Murli Srishankar)। তাঁর এই রুপো জয় নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়মের বেড়াজালে আটকে গেলেন শ্রীশঙ্কর। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) লং জাম্পে নেমেছিলেন শ্রীশঙ্কর। বাহামাস লাকুয়ান নারিনের সঙ্গে ছিল তাঁর লড়াই। সেরা জাম্পের বিচারে দু’জনেই অতিক্রম করেন ৮.০৮ মিটার। তার পরেও কেন রুপো জিতলেন তিনি?

দুই জাম্পারের দূরত্ব সমান হওয়ার ফলে, তাদের দ্বিতীয় সেরা প্রয়াস অনুযায়ীই পদক নির্ধারিত হয়। মুরালির দ্বিতীয় সেরা জাম্প যেখানে ৭.৮৪ মিটার ছিল, সেখানে বাহামাসের লং জাম্পার নিজের দ্বিতীয় সেরা প্রয়াসে ৭.৯৮ মিটার অতিক্রম করেছিলেন। স্বভাবিক ভাবেই প্রায় কান ঘেষে সোনা হাতছাড়া হয়ে যায় মুরালির। লাকুয়ানই স্বর্ণপদক জিতে নেন।

আরও পড়ুন: Team India: বিশ্বকাপ-প্রস্তুতি, অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত, ঘোষিত সূচি

সোনার পদক হলে নিঃসন্দেহে সোনায় সোহাগা হত। তবে রুপোতেও ইতিহাস গড়েছেন মুরালি। কমনওয়েলথ গেমসে পুরুষদের বিভাগে রুপোজয়ী দেশের প্রথম লং জাম্পার তিনিই। গেমসের সপ্তম দিনের একেবারে শেষ পর্বে পদক এল তাঁর হাত ধরে। এই নিয়ে চলতি কমনওয়েলথ গেমসে ১৯টি পদক জিতল ভারত।

নীরজ চোপড়ার ছিটকে যাওয়ার পর কমনওয়েলথ গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জেতা নিয়ে দেশবাসীর মনে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু হাই জাম্প, লং জাম্প দুটো বিভাগেই পদক এল এখনও পর্যন্ত। ১৯৭৮ সালে এই ইভেন্টে শেষবার পদক জিতেছিলেন ভারতের অ্যাথলেটিক। সেই বার সুরেশ বাবু ব্রোঞ্জ জিতেছিলেন। ৪৪ বছর পর গেমসে ফের পদক এল লং জাম্পে (Long Jump)।

আরও পড়ুন: CWG 2022: স্কোয়াশে পদক ভারতের! আবেগতাড়িত সৌরভ কেঁদে ফেললেন ম্যাচের শেষে- ভিডিয়ো

Exit mobile version