Site icon The News Nest

দশ গোল খেয়ে গোলকিপার ম্যান অব দ্য ম্যাচ, অবাক কাণ্ড!

ওয়েব ডেস্ক: দশ গোল খেলেন তিনি। সেটা অবশ্য ফুটবলে নতুন কোনও ব্যাপার নয়। কিন্তু দশ গোল খেয়েও সেই গোলকিপার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেলেন। এটা অবশ্যই ফুটবলে বিরল ঘটনা। রাশিয়ান প্রিমিয়ার লিগে ঘটেছে এমন আজব কাণ্ড।

পরাজিত দলের গোলকিপার ১০ গোল হজম করেও ম্যাচ সেরার পুরস্কার হাতে বাড়ি ফিরলেন। গত বুধবার রাশিয়ান প্রিমিয়ার লিগের দল রোস্তভের ছয় ফুটবলারের দেহে করোনাভাইরাস উপস্থিতি ধরা পড়ে। তাই বাধ্যতামূলকভাবে ওই ছয় ফুটবলারকে কোয়ারেন্টিনে যেতে হয়। মূল দলের ছজন ফুটবলার না থাকায় সমস্যায় পড়ে রোস্তভ। দুদিন পর সোচির বিরুদ্ধে ম্যাচ। আর সেই ম্যাচ স্থগিত রাখার অনুরোধ করেন রোস্তভের সভাপতি আরতাশে আরুতাইয়ুনায়ান্তস। কিন্তু সোচি ক্লাব কর্তৃপক্ষ তাঁর অনুরোধ রাখেনি।

আরও পড়ুন : করোনা আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা

সোচির বিরুদ্ধে নিজেদের অ্যাকাডেমির তরুণ ফুটবলারদের মাঠে নামায় রোস্তভ। একেবারে নতুন দল। রোস্তভের প্রতিটি ফুটবলারের অভিষেক হয় প্রিমিয়ার লিগের এই ম্যাচে। তবে সোচির অভিজ্ঞ ফুটবলারদের সামনে দাঁড়াতে পারেনি অ্যাকাডেমির ফুটবলাররা।

শেষমেশ ম্যাচটা রোস্তভ হারে ১০-১ ব্যবধানে। রোস্তভের গোলকিপার ডেনিশ পোপভ যেন চোখে সরষে ফুল দেখছিলেন। ১০টি গোল হজম করলেন তিনি। যার মধ্যে ছিল একটি পেনাল্টি। ১৭ বছর বয়সী এই গোলকিপার অবশ্য অনেকগুলো সেভ দেন। না হলে আরও বড় ব্যবধানে হারত রোস্তভ। রোস্তভের গোল লক্ষ্য করে মোট ৪১টি শট নিয়েছিল সোচির ফুটবলাররা।

আরও পড়ুন : ২৪ বছর আগে ব্যাট হাতে জ্বলে ওঠার সেই দিনটিকে স্মরণ করে আবেগ টুইট সৌরভের

Exit mobile version