Site icon The News Nest

Euro 2020: পেনাল্টি শ্যুট আউটে হার ফ্রান্সের, কোয়ার্টারে সুইসরা

France vs Switzerland

ইউরো ২০২০-তে সেরা গোল সম্ভবত দেখে ফেললাম সোমবার রাতেই। নেপথ্যে পল পোগবা। ৭৫ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে পোগবা যে ভাবে গোল পোস্টের কোণ দিয়ে বল জালে জড়িয়ে দিল, তা অবিশ্বাস্য। এ রকম গোল দেখার জন্য রাত জাগতে কোনও আপত্তি নেই। কিন্তু জয় অধরাই থাকল ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। টাইব্রেকারে সুইৎজ়ারল্যান্ডের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিল ফ্রান্স।

এদিন শেষ ষোলর ম্যাচে শুরু থেকেই সুইৎজারল্যান্ড আক্রমণাত্মক খেলা দিয়ে শুরু করে৷ খেলার ১৫ মিনিটে সেফারোভিচের গোলে এগিয়ে যায় সুইসরা৷ প্রথমার্ধ ১-০ গোলে পিছিয়ে খেলা শেষ করে ফ্রান্স৷ এদিকে এক গোলে পিছিয়ে থাকা ফ্রান্স নেমেই মুহূর্মুহু আক্রমণ দাগে৷ সুইস রক্ষণে আছড়ে পড়তে থাকা ক্রমাগত আক্রমণের ঢেউ৷ ২ মিনিটের ব্যবধানে ২ টি গোল করেন করিম বেঞ্জিমা৷ ৫৭ ও ৫৯ মিনিটে বেঞ্জিমার গোলে ২-১ হয়ে যায় স্কোরলাইন৷

আরও পড়ুন: প্রথম ভারতীয় মহিলা প্লেয়ার হিসেবে নতুন নজির গড়তে চলেছেন সানিয়া মির্জা

ম্যাচে গোলের ব্যবধান আরও বাড়াতে লে  ব্লুসদের পরের গোল আসে পল পোগবার থেকে৷ তাঁর স্ক্রিমারে ৭৫ মিনিটে স্কোরলাইন হয়ে যায় ৩-১ ৷ম্যাচের ১৫ মিনিটে গোল করা সেফেরোভিচ ফের একবার ৮১ মিনিটে গোল করেন৷ ৯০ মিনিটে গাভরানোভিচের গোলে নির্ধারিত সময়ে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৩-৩৷

অতিরিক্ত সময়ে আর কোনও দলই গোলের ব্যবধান বাড়াতে পারেনি৷ খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে৷ সেখানে ৫-৪ গোলে ম্যাচ জিতে যায় সুইৎজারল্যান্ড৷ ফ্রান্সের হয়ে পল পোগবা, জিরোড, থুরাম, কিম্পবে সকলেই পেনাল্টিতে লক্ষ্যভেদ করলেও তরুণ তুর্কি এমবাপে ব্যর্থ ৷ অন্যদিকে সুইৎজারল্যান্ডের হয়ে গাভরানোভিচ, সারহ,আকাঞ্জি, ভারগাস,মাহমাদি সকলেই গোলে বল রাখেন৷

আরও পড়ুন: EURO 2020 : ১ ম্যাচে ৮ গোল! ক্রোয়েশিয়াকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

 

Exit mobile version