Site icon The News Nest

French Open 2021: গ্রিসের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে চিচিপাস

tsitsipas roland garros 2021 friday

গ্র্যান্ডস্লাম এত দিন অধরাই রয়েছে গ্রিসের কাছে। এ বার তাদের স্বপ্ন দেখাতে শুরু করেছেন স্টিফানোস চিচিপাস। এই প্রথম গ্রিসের কোনও প্লেয়ার কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন। শুক্রবার রাতে জার্মানির আলেকজান্ডার জেরেভকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছলেন চিচিপাস।

২২ বছরের চিচিপাস অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ২ বার খেললেও ফাইনালে উঠতে পারেননি। ফরাসি ওপেনে সেই বাধা টপকালেন তিনি। জেরেভের বিরুদ্ধে চিচিপাসের লড়াইটা মোটেই সহজ ছিল না। ৩ ঘণ্টা ৩৭ মিনিটের দীর্ঘ লড়াই চলে। শেষ পর্যন্ত পাঁচ সেটের ম্যারাথন ম্যাচ জিতে রেকর্ড করে ফেললেন চিচিপাস। প্রথম দু’টি অনায়াসে জিতে গেলেও, তৃতীয় এবং চতুর্থ সেটে মুখ থুবড়ে পড়েন গ্রিসের তারকা। অসাধারণ ভাবে জেরেভ ম্যাচ ফেরেন। পরপর দু’সেট জিতে আশা জাগিয়েছিলেন তিনি। পঞ্চম সেটে আবার ম্যাচের রং বদলে দেন চিচিপাস। তাঁকে আটকানোর অনেক চেষ্টা করেছিলেন জেরেভ। এ দিন ম্যাচে মোট ১১টি এস মেরেছেন জেরেভ। তবে এস মারার ক্ষেত্রে চিচিপাসও খুব পিছিয়ে নেই। তিনি ৮টি এস মেরেছেন।

আরও পড়ুন: করোনার কারণে স্বপ্নভঙ্গ, টোকিও অলিম্পিকে নেই দীপা কর্মকার

একটা সময়ে শেষ সেটে ৫-২ চিচিপাস এগিয়ে গেলেও বারবার ম্যাচ পয়েন্ট ভাঙতে থাকেন জেরেভ। তবে শেষ রক্ষা হয়নি।  ৬-৩, ৬-৩, ৪-৬, ৪-৬, ৬-৩-এ জেরেভকে হারান চিচিপাস।  স্বভাবতই আলেজান্ডার জেরেভকে হারানোর পরই নতুন ইতিহাস লিখে ফেলেছেন চিচিপাস। শুধু ফ্রেঞ্চ ওপেন বলে নয়, গ্র্যান্ডস্লামের ফাইনালে এই প্রথম কোনও গ্রিক প্লেয়ার খেলবেন। এ বার তিনি ফাইনাল জিতলে নতুন চ্যাম্পিয়ন পাবে রোলাঁ গারো।

ফাইনালের চিচিপাসের মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ। রবিবার সেই ফাইনালের দিকে চোখ থাকবে টেনিস বিশ্বের।

আরও পড়ুন: French Open 2021: স্বপ্নভঙ্গ নাদালের, রোলাঁ গারোর সেমিতে প্রথম বার জোকোভিচের কাছে হারলেন

 

 

Exit mobile version