Site icon The News Nest

IPL 2022: উমরান থেকে কার্তিক, এবারের আইপিএলে সেরার পুরস্কার পেলেন কারা?

jos buttler 4

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক মৌসুমেই চমক দেখিয়ে শিরোপা জিতে নিলো নবাগত ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে শেষ হলো প্রায় দুই মাস ব্যাপী চলা আইপিএলের ইতিহাসের দীর্ঘতম আসরের। চলুন দেখে নেওয়া যাক, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের এবারের মেগা আসরের সেরাদের সেরা কারা ছিলেন।

সেরা উঠতি প্লেয়ার: উমরান মালিক (ট্রফি ও ১০ লক্ষ টাকা)

টুর্নামেন্টের সব থেক বেশি ছক্কা: জোস বাটলার (ট্রফি ও ১০ লক্ষ টাকা)

সুপার স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্ট: দীনেশ কার্তিক (ট্রফি ও টাটা পাঞ্চ গাড়ি)

গেম চেঞ্জার অফ দ্য টুর্নামেন্ট: জোস বাটলার (ট্রফি ও ১০ লক্ষ টাকা)

আরও পড়ুন: বেহালার পৈত্রিক ভিটে ছেড়ে মধ্য কলকাতায় সৌরভ, নতুন বাড়ির দাম কত কোটি?

পাওয়ার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: জোস বাটলার (ট্রফি ও ১০ লক্ষ টাকা)

টুর্নামেন্টের সব থেকে জোরে বল: লকি ফার্গুসন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)

টুর্নামেন্টের সব থেকে বেশি চার: জোস বাটলার (ট্রফি ও ১০ লক্ষ টাকা)

পার্পল ক্যাপ (টুর্নামেন্টের সব থেকে বেশি উইকেট): যুজবেন্দ্র চাহাল (স্মারক ও ১০ লক্ষ টাকা)

অরেঞ্জ ক্যাপ (টুর্নামেন্টের সব থেকে বেশি রান): জোস বাটলার (স্মারক ও ১০ লক্ষ টাকা)

টুর্নামেন্টের সেরা ক্যাচ: এভিন লুইস (ট্রফি ও ১০ লক্ষ টাকা)

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: জোস বাটলার (ট্রফি ও ১০ লক্ষ টাকা)

টুর্নামেন্টের রানার্স আপ হয়ে ট্রফির পাশাপাশি রাজস্থান রয়্যালস পেল ৫ কোটি টাকা। চ্যাম্পিয়ন হিসেবে হার্দিকের গুজরাট পেল ২০ কোটি টাকা।

আরও পড়ুন: IPL 2022 Final: অভিষেকেই বাজিমাত, রোহিত-ধোনি-গম্ভীরকে স্পর্শ হার্দিক পান্ডিয়ার

Exit mobile version