Site icon The News Nest

IPL 2021: কোহলিদের টপকে এক নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স, KKR রইল পিছনের সারিতেই

ipl

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৩ রানের উত্তেজক জয়ের সুবাদে তিন থেকে একলাফে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এল মুম্বই ইন্ডিয়ান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পিছনে ফেলে দেয় চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির আরসিবিকে। মুম্বই এক নম্বরে চলে যাওয়ায় ব্যাঙ্গালোর পিছিয়ে যায় দু’নম্বরে।

আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিল:-

১. মুম্বই ইন্ডিয়ান্স: ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মুম্বই এক নম্বরে উঠে আসে। তাদের নেট রান-রেট ০.৩৬৭।

২. আরসিবি: ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর রয়েছে দু’নম্বরে। তাদের নেট রান-রেট ০.১৭৫।

৩. সিএসকে: ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস রয়েছে তিন নম্বরে। তাদের নেট রান-রেট ০.৬১৬।

আরও পড়ুন: RR vs PBKS: প্রথম ক্রিকেটার হিসেবে IPL-এ ছক্কার এভারেস্টে ক্রিস গেইল

৪. দিল্লি ক্যাপিটালস: ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দিল্লি রয়েছে ৪ নম্বরে। তাদের নেট রান-রেট ০.১৯৫।

৫. রাজস্থান রয়্যালস: ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়েছে ৫ নম্বরে। তাদের নেট রান-রেট ০.০৫২।

৬. কেকেআর: ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে ৬ নম্বরে। তাদের নেট রান-রেট ০.০০০।

৭. পঞ্জাব কিংস: ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পঞ্জাব রয়েছে ৭ নম্বরে। তাদের নেট রান-রেট -০.৯০৯।

৮. সানরাইজার্স: ৩ ম্যাচে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি হায়দরাবাদ। তারা রয়েছে লিগ টেবিলের একেবারে শেষে। তাদের নেট রান-রেট -০.৪৮৩।

আরও পড়ুন: IPL 2021: আরব সাগরের তীরে হারের হ্যাটট্রিক হায়দরাবাদের, পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বই

Exit mobile version