Site icon The News Nest

IPL 2023: ভেঙ্কটেশের শতরানেও জয় অধরা কলকাতার, দুরন্ত ব্যাটিংয়ে সহজ জয় মুম্বইয়ের

KKR VS MI

ব্যাটারদের ব্যর্থতা, দলগঠনে পরিকল্পনার অভাব, জোরে বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিং। সব মিলিয়ে আরও এক বার আরব সাগরে জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল কলকাতার। আরও এক বার শাহরুখ খানের শহরে হারতে হল কলকাতাকে। বেঙ্কটেশ আয়ারের শতরান দিনের শেষে দাম পেল না। রবিবাসরীয় ওয়াংখেড়েতে কলকাতাকে ৫ উইকেটে হারাল মুম্বই। টানা দ্বিতীয় জয় পেল তারা। এ দিকে, কলকাতা টানা দু’টি ম্যাচে হেরে গেল।

মাত্র দু’দিনের ব্যবধানে দু’টো ম্যাচ। তাও আবার কলকাতা থেকে মুম্বই পর্যন্ত ট্রাভেল করে। আর গরম আবহাওয়ার কথা তো আলাদা করে বলার প্রয়োজন নেই। এহেন পরিস্থিতিতে খানিকটা চাপেই থাকার কথা কেকেআরের। যার প্রতিফলন ঘটে নাটইদের ব্যাটিংয়ে। টপ-অর্ডারের একের পর এক ব্যাটার ব্যর্থ হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। কার্যত একাহাতেই দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন ভেঙ্কটেশ আইয়ার। ব্রেন্ডন ম্যাকালামের পর দ্বিতীয় কেকেআর ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার নজির গড়েন তিনি।

আরও পড়ুন:   Salim Durani: প্রয়াত ‘প্রিন্স’সেলিম দুরানি, নক্ষত্রপতন ভারতীয় ক্রিকেটে

তবে তাঁর এই দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও জয় অধরাই রইল। কারণ মুম্বই ব্যাটারদের বাগে আনতে পারলেন না কেকেআর (KKR) বোলাররা। শুরুতে ভিত গড়ে দেন ঈশান কিষান। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন রোহিত শর্মা (২০)। তাঁর উইকেটটি তুলে পাঁচবারের চ্যাম্পিয়নদের সাময়িক ধাক্কা দেন নাটইদের রহস্য স্পিনার সুয়শ শর্মা। তবে হিটম্যাচ ফিরে গেলেও হাল ধরে নেন ঈশান ও এদিনের অধিনায়ক সূর্যকুমার যাদব। লাগাতার ব্যর্থতার পর অবশেষে সূর্যকুমারের ছন্দে ফেরা নিঃসন্দেহে স্বস্তি দেবে মুম্বই শিবিরকে।

৩০ রান করে ক্রিজে সেট হয়ে যাওয়া তিলক বর্মার উইকেটটিও পান সুয়শ। তবে ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে মুম্বই। ১৪ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেন টিম ডেভিডরা (২৪*)। এদিন ২ ওভারে ১৭ রান দিয়ে কোনও উইকেট না পেলেও দলের জয় দিয়েই আইপিএলের অভিষেক ঘটালেন শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর।

আরও পড়ুন: IPL 2023: পুরনো তিক্ততার জের, ম্যাচ শেষে সৌরভের সঙ্গে হাত মেলালেন না কোহলি, Video

Exit mobile version