Site icon The News Nest

২ বছরের চুক্তিতে PSG-তে সই Lionel Messi’র! আজই ঘোষণার সম্ভাবনা

lionel messi barcelona psg

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, পিএসজির (PSG) সঙ্গে ২ বছরের চুক্তি চূড়ান্ত করে ফেললেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। নতুন ক্লাবে বছরে ৩৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি। অর্থাৎ দু’বছরে ৭ কোটি ইউরো বেতন পাবেন আর্জেন্টিনার অধিনায়ক। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১০ কোটি টাকা। আজ রাতেই আইফেল টাওয়ারে সরকারিভাবে মেসিকে সই করানোর কথা ঘোষণা করতে পারে প্যারিসের ক্লাবটি।

কিছু ক্ষণের মধ্যেই মেসি প্যারিসে পৌঁছে যাবেন বলে দাবি ওই সংবাদমাধ্যমের। বার্সেলোনা ছাড়ার পর পিএসজি-তেই যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বলে জানা যাচ্ছিল। প্রাক্তন সতীর্থ নেইমারের সঙ্গেই ফের জুটি বাঁধতে চলেছেন মেসি।

আরও পড়ুন: বার্সেলোনার হয়ে শেষ সাংবাদিক বৈঠক করলেন এলএমটেন, কেঁদে ফেললেন মেসি!

বার্সেলোনা ছাড়ার আগে শেষ সাংবাদিক বৈঠকে প্যারিসের ক্লাবে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন মেসি। সেই জল্পনাই সত্যি হচ্ছে বলে দাবি ফরাসি লেকিপের। আপাতত দুই বছরের চুক্তি হলেও তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পিএসজি দলে রয়েছেন নেইমার এবং এমবাপে। তাঁদের সঙ্গে মেসি যোগ দিলে ফ্রান্সের ক্লাবের আক্রমণভাগ যে আরও শক্তিশালী হয়ে উঠবে তা বলাই বাহুল্য। রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার সের্খিয়ো র‍্যামোসও সই করেছেন পিএসজি-তে। এক সময়ের দুই প্রতিপক্ষ এ বার একই দলের নামতে চলেছেন।

গত মরশুম থেকেই মেসিকে পাখির চোখ করেন পিএসজি কর্তারা। মূলত তিনটে কারণের জন্যই মেসি পিএসজিতে সই করলেন বলে মনে করছে ফুটবল মহল। এক, নেইমার। প্রায় প্রতিদিনই নাকি মেসির সঙ্গে কথা হচ্ছে নেইমারের। ব্রাজিলিয়ান তারকা তাঁর প্রাক্তন সতীর্থকে একটাই আবেদন করছেন যাতে মেসি পিএসজিতে সই করেন। দুই, অ্যাঞ্জেল ডি’মারিয়া। আর্জেন্টিনার হয়ে একসঙ্গে কয়েকদিন আগেই কোপা আমেরিকা জিতেছেন মেসি ও ডি’মারিয়া। পিএসজির তারকা উইঙ্গার ডি’মারিয়াও নাকি নেইমারের (Neymar) মতোই নিয়মিত যোগাযোগ রেখেছেন মেসির সঙ্গে। তিন, চ্যাম্পিয়ন্স লিগ জয়। এলএম টেন নাকি মনে করছেন পিএসজিতে গেলেই চ্যাম্পিয়ন্স লিগ (UCL) জয়ের সুযোগ বাড়বে। এই সব ফ্যাক্টর মাথায় রেখেই প্যারিসের ক্লাবটিতে সই করেছেন লিও।

আরও পড়ুন: গোটা ভারতের ‘হার্টথ্রব’ Neeraj Chopra-র কি গার্লফ্রেন্ড আছে? নিজেই উত্তর দিলেন সোনাজয়ী

 

Exit mobile version