Site icon The News Nest

Tokyo 2020: পদকের আশা আরও উজ্জ্বল! শেষ আটে ভারতীয় বক্সার সতীশ কুমার

Satish Kumar

অলিম্পিকে বৃহস্পতিবার দুর্দান্ত প্রদর্শন ভারতের। পি.ভি সিন্ধু, অতনু দাসের পর সকাল সকাল সুখবর আনলেন বক্সার সতীশ কুমারও। ৯১ কেজি বিভাগের শেষ -১৬-এর ম্যাচে তিনি হারালেন জামাইকার রিকার্ডো ব্রাউনকে। ৪-১ ব্যবধানে ম্যাচ জিতলেন ভারতীয় বক্সার। এই ম্য়াচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন সতীশ কুমার।

রাউন্ড অফ ১৬-য় সতীশ স্প্লিট ডিসিশনে ৪-১ ব্যবধানে পরাজিত করেন জামাইকার রিকার্ডো ব্রাউনকে। রেড কর্ণারে থাকা সতীশ প্রথম রাউন্ডে পাঁচ বিচারককেই নিজের পারফর্ম্যান্স দিয়ে সন্তুষ্ট করেন (১০-৯, ১০-৯, ১০-৯, ১০-৯, ১০-৮)। দ্বিতীয় রাউন্ডে একজন বিচারক জামাইকান বক্সারকে এগিয়ে রাখেন। চারজন রায় দেন সতীশের পক্ষে (১০-৯, ১০-৯, ৯-১০, ১০-৯, ১০-৯)। তৃতীয় রাউন্ডেও চারজন বিচারকের সমর্থন পেয়ে যান ভারতীয় তারকা (১০-৯, ১০-৯, ৯-১০, ১০-৯, ১০-৯) এবং শেষ আটের টিকিট নিশ্চিত করেন।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: টোকিও যাওয়ার বিমানে উঠতেই পারলেন না Vinesh Phogat!

কোয়ার্টার ফাইনালে সতীশ রিংয়ে নামবেন উজবেকিস্তানের বাখোদির জালোলভের বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনাল বাউট জিততে পারলেই টোকিও অলিম্পিক্সে পদক জয় নিশ্চিত করবেন ভারতীয় বক্সার।

সতীশের আগে মেয়েদের বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন লভলিনা ও পূজা রানি। দুই ভারতীয় বক্সার নিজেদের কোয়ার্টার ফাইনাল বাউট জিতলেই চলতি টোকিও গেমস থেকে পদক জয় নিশ্চিত করবেন।

আরও পড়ুন: Tokyo 2020: বিশ্বের ১২ নম্বর ড্যানিশ তারকাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে সিন্ধু

Exit mobile version