Site icon The News Nest

লজ্জার নজির! বিপক্ষ ফুটবলারকে মার, বার্সার জার্সি গায়ে প্রথমবার লাল কার্ড দেখলেন মেসি

messi 2

বার্সেলোনায় ১৭ বছরের কেরিয়ারে যা কখনও হয়নি রবিবার রাতে সেটাই হল।  ক্লাব কেরিয়ারে প্রথমবার লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচের শেষ লগ্নে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন এলএমটেন।

এদিন অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে সুপার কাপের ফাইনাল খেলতে নেমেছিল বার্সেলোনা। ম্যাচে দু’দলই সমানে সমানে টক্কর দিতে থাকে। নির্ধারিত সময়েও খেলার ফল ছিল ২-২। তবে অতিরিক্ত সময়ে গোলে করে এগিয়ে যায় বিলবাও। এরপরই মেজাজ হারান মেসি। বার্সার আক্রমণের সময় মেসিকে বাধা দিয়েছিলেন বিলবাওয়ের এসিয়ের ভিলালিব্রে। তখনই তাঁকে মাথার পিছনে চড় মেরে ফেলে দেন মেসি। রেফারি প্রথমে বিষয়টি লক্ষ্য না করলেও পরবর্তীতে VAR প্রযুক্তির সাহায্য নিয়ে গোটা ঘটনাটি দেখেন। এরপর সরাসরি মেসিকে লাল কার্ড দেখান রেফারি। ক্লাব কেরিয়ারে প্রথমবারের জন্য লাল কার্ড দেখলেন তিনি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ভারতকে দাদাগিরি শিখিয়েছিলেন সৌরভ, স্বীকার করলেন অজি তারকা

ইতিমধ্যে মেসির ওই রেড কার্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই প্রিয় ফুটবল তারকার এই আচরণ দেখে অবাক হয়েছেন। উলটোদিকে, সমালোচকরাও কটাক্ষ করতে ছাড়েননি আর্জেন্টাইন মহাতারকাকে।

https://twitter.com/TheRebel__/status/1351004582428766209?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1351004582428766209%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Ffootball%2Fmessi-shown-first-red-card-of-barcelona-career-after-lashing-out-in-super-cup-defeat-to-athletic%2F

বার্সেলোনার ফুটবল কেরিয়ারে ৭৫৪ তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখলেন লিওনেল মেসি। এদিকে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নিল অ্যাথলেটিক বিলবাও। এই নিয়ে তৃতীয়বার এই খেতাব জিতল তারা। ২০১৫ সালের পর আবার বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয় অ্যাথলেটিক বিলবাওয়ের।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি কিংবদন্তি চন্দ্রশেখর

 

Exit mobile version