Site icon The News Nest

Shami: একেই বলে ‘বদলা’ আগুন পেসে রোহিতদের জবাব মহম্মদ শামির

SHAMI

চলতি বিশ্বকাপের প্রথম চারটে ম্যাচে খেলার সুযোগ পাননি। অবশেষে পঞ্চম ম্যাচে এসেছে সুযোগ। আর সেই সুযোগকেই কাজে লাগালেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি। আর প্রত্যাবর্তন ম্যাচে কী পারফরম্যান্সটাই না করলেন। বিশেষ করে ডেথ ওভারে তিনি একেবারে ম্যাচের রান বদলে দেন। এই ম্যাচে মহম্মদ শামি মোট চারটে উইকেট শিকার করলেন। নিউ জিল্যান্ড ক্রিকেট দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৩ রান করেছে। তবে প্রচারের সব আলোটুকু তিনি কেড়ে নিলেন।

আরও পড়ুন: Sushmita Sen: শাড়ি পড়ে ধুনুচি নাচ সুস্মিতার, সঙ্গ দিল মেয়ে, রইলো ভিডিও

বিশ্বকাপে তিনি নাকি ভারতের প্রথম তিন ‘পছন্দের’ জোরে বোলারের মধ্যে ছিলেন না। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের জায়গা নিয়ে সন্দেহ নেই। কিন্তু শার্দূল ঠাকুর কী ভাবে মহম্মদ শামির আগে জায়গা পেতে পারেন সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটি উইকেট নিয়ে সব বঞ্চনা, সব উপেক্ষার জবাব দিলেন বাংলার মহম্মদ শামি। পাঁচ-পাঁচটি উইকেট শুধুমাত্র এই ম্যাচের শুকনো একটা পরিসংখ্যান নয়, দল পরিচালন সমিতিকে এক-একটা জবাব, যাঁরা ভারতের অন্যতম সেরা অভিজ্ঞ বোলারের উপরে আস্থা রাখতে পারেননি প্রথম চারটি ম্যাচে।

২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপে সামি যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন। এমন একজন অভিজ্ঞ বোলারকে দলের প্রথম একাদশের বাইরে রাখলে কথা তো উঠবেই! তবে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা জানিয়েছিলেন, তিনি দলের উইনিং কম্বিনেশন কোনও পরিস্থিতিতেই পরিবর্তন করবেন না। অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে হার্দিক পান্ডিয়া চোট পেয়েছিলেন। তাঁর পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলে জোড়া পরিবর্তন করতে হয়। আর সেই জায়গায় ভারতীয় ক্রিকেট দলে আসেন মহম্মদ শামি। তবে শুধুমাত্র ‘আসেন’ বললে নিতান্তই ভুল হবে। এলেন, দেখলেন এবং জয় করে চলে গেলেন।

আরও পড়ুন: Durga Puja: মাত্র ১০ মিনিটে অষ্টমীর মেকআপ, এই নিয়মে সাজো, তোমার কথায় বলবে সবাই

বিশ্বকাপে শামির যে অভিজ্ঞতা রয়েছে তা আর কারওরই নেই। নিউজিল্যান্ড ম্যাচে নামার আগে পর্যন্ত বিশ্বকাপে শামির ছিল ৩১টি উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে তিনি ছিলেন তৃতীয় স্থানে। অনিল কুম্বলেকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসতে স্রেফ একটা বল সময় লাগল। প্রথম বলেই ফেরালেন উইল ইয়ংকে। ৩২তম উইকেট। সেখানেই থামেননি। ৩৩, ৩৪-এর পর এই ম্যাচেই এসে গেল ৩৫তম উইকেটও। সামনে শুধু জাহির খান এবং জাভাগল শ্রীনাথ, যাঁদের দু’জনেরই ৪৪টি করে উইকেট রয়েছে।

 

Exit mobile version