Site icon The News Nest

Mohammed Shami: সামিকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান, মোদীরাজ্যের ঘটনায় বিতর্ক

md shami scaled

আমদাবাদ টেস্ট ঘিরে নতুন বিতর্ক। মহম্মদ শামিকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলেন দর্শকদের একাংশ। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি The News Nest।

তৃতীয় ম্যাচে বিশ্রামের পর অহমেদাবাদ টেস্টে দলে ফিরেছেন মহম্মদ সামি। সিরাজের জায়গায় তিনি দলে এসেছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তিনি দুটি উইকেট নেন। আগের ম্যাচগুলোতেও তাঁর স্পেলে বিপক্ষের উইকেট ছিটকেছিল।অহমেদাবাদ টেস্টের শুরুতে জাতীয় দল বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়েছিল। সেই সময় গ্য়ালারি থেকে জয় শ্রীরাম শ্লোগান দেওয়া হয়। গ্যালারিতে উপস্থিত সমর্থকদের একাংশ বলেন, “সামি… জয় শ্রীরাম”।

বেশ কিছু ক্ষণ ধরে দর্শকদের একাংশ স্লোগান দেন। শামি বা ভারতীয় দলের অন্য ক্রিকেটাররা অবশ্য কোনও প্রতিক্রিয়া দেখাননি। শুধু সূর্যকুমার যাদবকে দেখা যায় হাত জোড় করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া দর্শকদের চুপ করার অনুরোধ করতে। ভারতের বাকি ক্রিকেটাররা গ্যালারির দিকে ফিরেও তাকাননি সে সময়।

আরও পড়ুন: India vs Australia: ‘আমার থেকেও ভাল…’, কোহলিদের ‘পাঠান ডান্স’ দেখে মুগ্ধ শাহরুখ

দর্শকদের এই আচরণের নিন্দা করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। ভারতীয় দলের এক জন ক্রিকেটারকে খেলা শুরুর আগে কেন এ ভাবে অস্বস্তিতে ফেলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। খেলার মধ্যে অকারণে রাজনীতি আনার অভিযোগ করেছেন কেউ কেউ। যদিও ভারতীয় দল এই বিতর্কিত ঘটনা নিয়ে মুখ খোলেনি। কোনও মন্তব্য করা হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও।

 

আরও পড়ুন: Champions League: মেসি-এমবাপেকে মাটিতে শুইয়ে জয় বায়ার্নের! চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল PSG

Exit mobile version