Site icon The News Nest

India vs South Africa: ৪৯ রানে পড়ল ৭ উইকেট! ৩২৭ রানে গুটিয়ে গেল ভারত, দক্ষিণ আফ্রিকা ১৪৯/৭

India all out

সেঞ্চুরিয়ানে তৃতীয় দিনের শুরুতে ভারতীয় দল তিন উইকেটের বিনিময়ে ২৭২ রানে নিজেদের ইনিংস শুরু করে। আশা ছিল সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল এবং সেট হয়ে যাওয়া অজিঙ্কা রাহানে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সে গুড়ে বালি। লোকেশ রাহুল দিনের শুরুতে আউট হওয়ার পড়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতীয় ইনিংস।

প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার (South )পেসার এনগিডি বলেছিলেন, ভারতকে সাড়ে তিনশোর মধ্যে আটকে রাখতে হবে। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিন ব্যাট হাতে দাপট দেখায় ভারত। দিনের শেষে ভারত করেছিল ৩ উইকেটে ২৭২ রান। দ্বিতীয় দিন বৃষ্টির জন্য এক বলও খেলা হয়নি। বরুণদেবতার চোখরাঙানিতে দ্বিতীয় দিন ভেস্তে যায়।

আরও পড়ুন: ‘ওয়ানডে অধিনায়ক থাকছি না, জেনেছিলাম মাত্র দেড় ঘণ্টা আগে’, বোমা ফাটালেন ক্ষুব্ধ কোহলি

তৃতীয় দিন ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৩২৭ রানে। মঙ্গলবার মাত্র ৫৫ রান জুড়লেন ভারতের ব্যাটাররা। দিনের শুরু থেকেই উইকেট পড়ল ভারতের। যে  এনগিডি প্রথম দিনের শেষে বলেছিলেন, ভারতকে সাড়ে  তিনশোর মধ্যে আটকে রাখতে পারলে দারুণ লড়াই হবে, সেই তিনিই নিলেন ৬টি উইকেট। কাগিসো রাবাদা নেন তিনটি উইকেট।

তৃতীয় দিনের শুরু থেকেই আঁটোসাটো বল করতে থাকেন এনগিডি ও রাবাডা। অবশ্য আউট হওয়ার ক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের অবদানও কিছু কম নয়। খারাপ শট খেলে উইকেট ছুড়ে দিয়ে এলেন তাঁরা। শেষ উইকেটে যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ কিছু রান যোগ না করলে আরও আগে শেষ হত ইনিংস।

আরও পড়ুন: করোনা আক্রান্ত BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, নেগেটিভ ডোনা-সানা

Exit mobile version