Site icon The News Nest

IPL 2021: চলতি আইপিএলের প্রথম ডাবল হেডার, কখন শুরু KKR-এর ম্যাচ?

kkr vs rcb

প্রথম ৯ দিনে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর দশম দিনে এসে আইপিএল ২০২১-এর প্রথম ডাবল হেডার অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ম্যাচে কোহলিদের হচ্ছে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবেন ঋষভ পন্তরা।

দেখে নেওয়া যাক চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের দশম ও একাদশতম ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

কবে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২১-এর দশম ও একাদশ ম্যাচ: ১৮ এপ্রিল, ২০২১ (রবিবার)।

কোথায় অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ: এমএ চিদাম্বরাম স্টেডিয়াম (চেন্নাই)।

কোথায় অনুষ্ঠিত হবে দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচ: ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বই)।

আরও পড়ুন: IPL 2021: আরব সাগরের তীরে হারের হ্যাটট্রিক হায়দরাবাদের, পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বই

কখন শুরু ম্যাচ: প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টে ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে ৩টের সময়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।

কোন চ্যানেলে দেখা যাবে সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে সরাসরি সম্প্রচার। স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস-৩ এইচডিতে দেখা যাবে খেলা।

মোবাইলে কোথায় দেখবেন লাইভ স্ট্রিম: ডিজনি প্লাস হটস্টারে (ভিআইপি ও প্রিমিয়াম) দেখা যাবে অনলাইন স্ট্রিম।

আরও পড়ুন: IPL 2021: কোহলিদের টপকে এক নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স, KKR রইল পিছনের সারিতেই

Exit mobile version