Site icon The News Nest

Edgbaston Test: স্লেজিং,ঝগড়া,ফ্লাইং কিস! কোহলি-বেয়ারস্টোর বিবাদ জমিয়ে দিল এজবাস্টন টেস্ট

Kohli Lashes Out At Bairstow in Edgbaston1400 62c195116e82a

তিনি অধিনায়ক নন। ব্যাটেও সে ভাবে রান পাননি। তাতে কী! ইংল্যান্ডে বিরাট কোহলি রয়েছেন মেজাজেই। ইংরেজদের ওষুধেই ইংল্যান্ডকে বধ করার পরিকল্পনা নিয়েছেন কোহলি। কখনও জনি বেয়ারস্টোকে ক্রমাগত স্লেজিং করছেন। কখনও সামনে এসে আঙুল তুলে তাঁর সঙ্গে ঝগড়া করছেন। বেয়ারস্টো আউট হতেই বিদায় চুম্বন দিয়ে তাঁকে সাজঘরে ফেরত পাঠালেন কোহলি।

প্রথম ঘটনাটি ঘটে শনিবার। ইংল্যান্ডের ইনিংসের তখন ১৪তম ওভার চলেছে। ভারতের জোরে বোলাররা বেয়ারস্টোকে সমস্যায় ফেলতে শুরু করেছেন। তখনই বেয়ারস্টোর উদ্দেশে কোহলী বলে ওঠেন, ‘সাউদির থেকে একটু বেশিই জোরে বল করছে, তাই না?’ উল্লেখ্য, কিছু দিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড দলে ছিলেন সাউদি, যিনি বেশ কয়েক বার সমস্যা ফেলেছিলেন বেয়ারস্টোকে। সেই ঘটনা উল্লেখ করেই বেয়ারস্টোকে খোঁচা দিয়েছেন কোহলি।

দ্বিতীয় ঘটনা ঘটেছে রবিবার। ম্যাচের তখন ৩২তম ওভার চলছে। শামির একটি বলের পরেই বেয়ারস্টোকে কিছু বলতে বলতে তাঁর দিকে এগিয়ে যান কোহলি। পাল্টা বেয়ারস্টোও জবাব দেন। পরিস্থিতি এতটাই উত্যক্ত হয়ে যায় যে আম্পায়ারদের মাঝে হস্তান্তর করতে হয়। ব্রিটিশ দলনায়ক বেন স্টোকসও বিষয়টা হালকা করে দেন। এমনকী কোহলিও একসময় সৌজন্য বিনিময় করেন ইংলিশ তারকার সঙ্গে। তবে দুই ক্রিকেটারের আলিঙ্গনের ছবিটা প্রমাণ দিচ্ছিল তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে।

তৃতীয় দিনে ছন্দে থাকা বেয়ারস্টোকে নিজের খেলা থেকে বিচ্যুত করে, তাঁর একাগ্রতা ভঙ্গ করার উদ্দেশ্যে শুরু থেকেই স্লিপে দাঁড়িয়ে স্লেজিং করতে দেখা যায় কোহলি। পালটা দিতে দেখা যায় বেয়ারস্টোকেও। পরিস্থিতি এতটাই উত্যক্ত হয়ে যায় যে আম্পায়ারদের মাঝে হস্তান্তর করতে হয়। বেয়ারস্টো আউট হতেই ফের ছবিটা বদলে গেল। বিদায় চুম্বন দিয়ে তাঁকে সাজঘরে ফেরত পাঠালেন কোহলি।

আরও পড়ুন: মৃত ছেলের বান্ধবীর সঙ্গে প্রেম, বিতর্কে কিংবদন্তি ফুটবলার মাইকেল বালাক

আক্রমণাত্মক বেয়ারস্টো শতরান করে একাই ভারতের নাগাল থেকে ম্যাচের রাশ ইংল্যান্ডের দিকে নিয়ে যাচ্ছিলেন। তবে মহম্মদ শামি বলে আসতেই বদলায় ছবি। ৫৫তম ওভারে শামির স্পেলের প্রথম বলেই শরীর অনেকটা দূরে খেলতে যান বেয়ারস্টো। বল তাঁর ব্যাটে লেগে দ্রুত গতিতে প্রথম স্লিপের দিকে যায়। সেখানে ক্যাচ ধরতে কোনও ভুল করেননি কোহলি। এরপরেই বেয়ারস্টোর উদ্দেশ্যে তাঁর এই বিদায় চুম্বন। বেয়ারস্টো একাই ১০৪ রান করলেও, ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮৪ রানেই গুটিয়ে যায়। ভারতের লিড ১৩২ রানে।

আরও পড়ুন: Neeraj Chopra: নিজের রেকর্ড ভেঙে নজির নীরজের, প্রথমবার পদক জিতলেন ডায়মন্ড লিগে

 

 

Exit mobile version