Site icon The News Nest

TOKYO OLYMPICS 2020: র‍্যাঙ্কিং রাউন্ডে প্রথম দশে দীপিকা কুমারী, ৩৫ নম্বরে অতনু দাস

deepika

আতঙ্ক আর বিতর্কের মধ্যে দিয়েই শুরু টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020)। তিরন্দাজি ইভেন্ট দিয়ে টোকিও গেমসে যাত্রা শুরু ভারতের। তিরন্দাজিতে র‍্যাঙ্কিং রাউন্ডে প্রথম দশে দীপিকা কুমারী (Deepika Kumari)। ৯ নম্বরে শেষ করলেন ভারতীয় তিরন্দাজ।

৬৬৩ (663) পয়েন্ট সংগ্রহ করেন দীপিকা কুমারী (Deepika Kumari)। শুরুটা ভালো করলেও শেষের দিকে পিছিয়ে পড়েন ভারতীয় তিরন্দাজ। বিশ্বের এক নম্বর হয়েই এই ইভেন্টে নামেন দীপিকা (Deepika Kumari)। শেষ রাউন্ডে পিছিয়ে পড়লেও প্রথম দশে শেষ করেন তিনি। ১২টা রাউন্ডে ৬টা করে মোট ৭২টা তির ছুঁড়তে হয়। তার মধ্যে ১৩টা বুলস আই মেরেছেন দীপিকা কুমারী (Deepika Kumari)। ৩০টা টেন পয়েন্টস। সব মিলিয়ে ৬৬৩ পয়েন্ট সংগ্রহ করেন তিনি। পরের রাউন্ডে ভুটানের কর্মার বিরুদ্ধে লড়বেন দীপিকা।

 

মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে এক নম্বরে শেষ করলেন দক্ষিণ কোরিয়ার অ্যান সান (Aan San)। র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৮০ (680) পয়েন্ট সংগ্রহ করেন তিনি। করলেন বিশ্ব রেকর্ডও। ভেঙে দিলেন ২৫ বছরের পুরনো রেকর্ড। আটলান্টা অলিম্পিকে ৬৭৩ পয়েন্ট সংগ্রহ করেছিলেন ইউক্রেনের লিনা হেরাসিনকো। তিরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে দীপিকার অন্যতম কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার এই অ্যান সান। প্রথম তিনে শেষ করা প্রত্যেকেই দঃ কোরিয়ার প্রতিযোগী। দ্বিতীয় স্থানে থাকা জ্যাংয়ের সংগ্রহ ৬৭৭ পয়েন্ট। ৬৭৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শেষ করেন ক্যাং।

আরও পড়ুন: লম্বা সোনালি চুলে বিনুনি! ছবিতে দেখুন নেইমারের নয়া লুক

বাছাই পর্বে ৩৫তম স্থানে শেষ করলেন তিরন্দাজ অতনু দাস। ৭২টি তির মেরে তাঁর সংগ্রহ ৬৫৩ পয়েন্ট। ভারতীয়দের মধ্যে সব চেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন প্রবীণ যাদব। তাঁর সংগ্রহ ৬৫৬ পয়েন্ট। ৩১তম স্থানে তিনি।

পুরুষদের বিভাগে ভারতের তিন তিরন্দাজ রয়েছেন ৩১তম (প্রবীণ যাদব), ৩৫তম (অতনু দাস) এবং ৩৭তম (তরুণদীপ রাই) স্থানে। তরুণদীপের সংগ্রহ ৬৫২ পয়েন্ট। অতনু এবং প্রবীণ প্রথম ভাগের শেষে ৩২৯ পয়েন্ট সংগ্রহ করেছিলেন। রাইয়ের ছিল ৩২৩ পয়েন্ট।

ছেলেদের তিরন্দাজির বাছাই পর্বে শীর্ষে রয়েছেন দক্ষিণ কোরিয়ার জে ডিওক কিম (৬৮৮ পয়েন্ট)। বাছাই পর্বের পর শুরু হবে মূল পর্ব। সেখানে অতনুরা নিজেদের মেলে ধরতে পারেন কি না, নজর থাকবে সেই দিকে।

আরও পড়ুন:  Manoj Tiwari: বাংলাকে রঞ্জি জেতাতে হবে, মমতার অনুমতি নিয়ে মাঠে মন্ত্রী মনোজ তিওয়ারি

 

Exit mobile version