Site icon The News Nest

IPL 2022: প্লে অফের ম্যাচ দেখতে মমতাকে আমন্ত্রণ জানাল সিএবি, আসা নিয়ে জল্পনা

eden didi

মঙ্গলবার থেকে ইডেনে শুরু হবে চলতি আইপিএলের প্লে-অফ পর্বের ম্যাচ। এখানে মূলত কোয়ালিফায়ার ওয়ান এবং এলিমেনটর ম্যাচটি হবে। সেই দুই মেগা ম্যাচের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিএবি-র তরফে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেই আমন্ত্রণ পেয়ে পাল্টা শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী নিজেও।

বৃষ্টির ভ্রুকুটি রয়েছে দুটি ম্যাচেই। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবে রাজস্থান রয়্যালস। বুধবার প্রথম এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই দুটো ম্যাচে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হল সিএবির তরফ থেকে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমাকে আইপিএল প্লে-অফ ম্যাচ দেখতে যাওয়ার জন্য সিএবি আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ।’

আরও পড়ুন: MS Dhoni: পর্দায় এবার ‘মাহি-ম্যাজিক’! পুরাণের যোদ্ধা চরিত্র ধোনি, নায়িকা নয়নতারা

দীর্ঘ দিন পরে কলকাতায় আইপিএলের ম্যাচ হওয়ার জন্য খুশি মুখ্যমন্ত্রী। ওই চিঠিতেই তিনি লিখেছেন, ‘কলকাতা আবার আইপিএলের ম্যাচ আয়োজন করতে পেরেছে, এটা সত্যিই খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলার ক্রিকেটপ্রেমী মানুষ বিশ্বের অন্যতম সেরা টি২০ প্রতিযোগিতা মাঠে বসে দেখতে পারবেন। সিএবি-র প্রত্যেককে আমার শুভেচ্ছা আশা করব, প্লে-অফের দুটো ম্যাচই সফল হোক।’

এ দিকে ম্যাচ দু’টি ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। অনলাইনে অনেক দিন আগেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ইডেনে টিকিট কাটতে এসে হতাশ হচ্ছে সমর্থকরা। কাউন্টার থেকে টিকিট বিক্রি হচ্ছে না। তবে প্রচুর পরিমাণে টিকিট ব্ল্যাক হচ্ছে। ৮০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়। ১০০০ টাকার টিকিট ৪০০০ টাকায়। বিরাট কোহলিদের ম্যাচে টিকিটের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে সিএবি কর্তারা।

আরও পড়ুন: IPL 2022: ইডেন দেখবে কোহলিকে, মুম্বইয়ের জয়ে প্লে-অফে বেঙ্গালুরু

Exit mobile version