Site icon The News Nest

৫.২৫ মিনিটে ১.৬ কিমি দৌড়ে তাক লাগালেন ৯ মাসের অন্তঃসত্ত্বা অ্যাথলিট, দেখুন ভিডিও…

MILAR

লকডাউনের (Lockdown) মধ্যেও নিজেকে দারুণ ফিট রেখেছেন। নিজেকে ‘ফিটনেস ফ্রিক’ বলে দাবি করলে নিচের ভিডিওটা চটপট দেখে ফেলুন। চোখ কপালে উঠতে বাধ্য। ৯ মাসের অন্তঃসত্ত্বা হয়েও এভাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দৌড়নো যায়, না দেখলে বিশ্বাস করাই কঠিন।

সাধারণভাবে একজন স্বাস্থ্যবান মানুষের যদি নিয়মিত দৌড়নোর অভ্যেস থাকে তাহলে তিনি ওই রাস্তা দৌড়তে পারবেন ৯-১০ মিনিটে। কিন্তু ভারী শরীর নিয়ে মাকেন্না মিলার তা পার করেছেন তার অর্ধেক সময়ে। সংবাদমাধ্যমে মিলার বলেন, আমারও কোনও ধারনা ছিল না যে এই অবস্থায় ওই সময়ের মধ্যে এতটা দৌড়তে পারব। গত কয়েক মাস ধরে এর জন্য প্রস্ততি নিয়েছিলাম।

আরও পড়ুন: MI vs KXIP: জোড়া সুপার ওভার, আইপিএলের ইতিহাসে সবথেকে উত্তেজক জয় প্রীতির পঞ্জাবের

১৯ অক্টোবরই সন্তানের মা হওয়ার কথা ২৮ বছরের পেশাদার অ্যাথলিট মাকেন্না মিলারের। প্রেগনেন্সি ও করোনার কারণ ট্রেনিং যেন বন্ধ না থাকে তার জন্য আগে থেকেই চিকিত্সকরদের পরামর্শ নিয়েছিলেন মিলার। মিলার বলেন, প্রেগনেন্সির কারণে ট্রেনিংয়ের ধরনই বদলে গিয়েছিল। সপ্তাহে ৩ বার কড়া ওয়ার্কআউট করতাম।

কিন্তু ভাইরাল হওয়া ভিডিও দেখে অনেকেই জানতে চেয়েছেন, এই অবস্থায় কি এভাবে দৌড়নো স্বাস্থ্যকর? অ্যাথলিট জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ নিয়েই ট্র্যাকে নেমেছিলেন তিনি। তাই চিন্তার কোনও কারণ নেই।

আরও পড়ুন: IPL 2020: লম্বা চুল, Swag নিয়ে এবার আইপিএলের মূল আকর্ষণ ‘রকস্টার’ আম্পায়ার পশ্চিম

Exit mobile version