Site icon The News Nest

ব্যাট-প্যাডকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ইউসুফ পাঠান

yousuf

ঘণ্টা খানেকের ব্যবধানে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন টিম ইন্ডিয়া তথা কলকাতা নাইট রাইডার্সের দুই প্রাক্তন তারকা বিনয় কুমার ও ইউসুফ পাঠান। বিনয় কুমার ক্রিকেটের বুটজোড়া তুলে রাখার খবর জানানোর ঠিক পরেই সোশ্যাল মিডিয়াতেই ব্যাট-প্যাড তুলে রাখার কথা ঘোষণা করেন ইউসুফ।

টুইটারে বিজ্ঞপ্তি জারি করে ইউসুফ লেখেন, ‘প্রথম যেদিন ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলাম, দিনটার কথা স্পষ্ট মনে রয়েছে। আমি শুধু জাতীয় দলের জার্সিই গায়ে চাপাইনি, বরং আমার পরিবার, কোচ, বন্ধু, গোটা দেশ ও সেই সঙ্গে নিজের প্রত্যাশাকে কাঁধে তুলে নিয়েছিলাম। .. তবে আজকের দিনটা একটু আলাদা। আজ কোনও বিশ্বকাপ বা আইপিএলের ফাইনাল নেই। তা সত্ত্বেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ সেই সময় এসেছে, যখন জীবনের এই ইনিংসটায় দাঁড়ি পড়ে যাচ্ছে। আমি সব ধরণের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি।’

আরও পড়ুন: ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ, ৪ গ্র্যান্ড স্লামের মালকিন হয়ে উজ্জ্বল ওসাকা

ছোটবেলা থেকেই ক্রিকেট তাঁর জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে ছিল। দুই ফর্ম্যাটেই জাতীয় দলের হয়েও খেলেছেন।ইউসুফ পাঠান ভারতের হয়ে ৫৭টি ওয়ান ডে ও ২২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২টি শতরান ও ৩টি অর্ধশতরান-সহ ৮১০ রান করা ছাড়াও ৩৩টি উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৩৬ রান করেন সিনিয়র পাঠান এবং উইকেট নেন ১৩টি। দেশের জার্সিতে ২০০৭ টি-২০ বিশ্বকাপ ছাড়াও ২০১১ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন তিনি।

রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলেছেন ইউসুফ। রাজস্থানের হয়ে একবার ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২ বার ইন্ডিয়ান প্রিমিয়র লিগ জিতেছেন সিনিয়র পাঠান।

আরও পড়ুন: ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ এগোলেন কোহালিরা, পিচ নিয়ে শুরু বিতর্ক

 

Exit mobile version