Site icon The News Nest

শালবনিতে সুশান্ত, রানিবাঁধে দেবলীনা, ঝাড়গ্রামে মধুজা…প্রথম ২ দফার ৩৮ আসনে প্রার্থী ঘোষণা বামেদের

Biman Alimuddin 768x432 1

একুশের নির্বাচনে (West Bengal Assembly Election 2021) সংযুক্ত মোর্চার তথা বামফ্রন্ট কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোটের বাম প্রার্থীদের নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেন বামেরা। আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের নেতৃত্বের পাশাপাশি ছিলেন কংগ্রেস ও আইএসএফ নেতৃত্বও। আপাতত প্রথম দু’দফায় শুধুমাত্র বাম প্রার্থীদের নাম ঘোষণা করেই লড়াইয়ের ময়দানে নেমে পড়ল সংযুক্ত মোর্চা। কংগ্রেস ও আইএসএফের তরফে পৃথকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।

এদিনের প্রার্থীতালিকায় রয়েছেন ৪ জন হেভিওয়েট। শালবনি থেকে প্রার্থী হচ্ছেন সুশান্ত ঘোষ। ঝাড়গ্রাম থেকে ডিওয়াএফআই নেত্রী মধুজা সেন রায়। এছাড়া ভোটে লড়ছেন পুলিনবিহারী বাস্কে ও দেবলীনা হেমব্রম। নারায়ণগড় থেকে ভোটে লড়ছেন না সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এক নজরে দেখে নিন বামেদের প্রার্থীতালিকা।

দক্ষিণ ২৪ পরগনা 

পূর্ব মেদিনীপুর 

আরও পড়ুন: সাইড লাইনে পুরানোরা! ৩ মাস আগে দলে আসা শুভেন্দুই বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ

পশ্চিম মেদিনীপুর 

ঝাড়গ্রাম

বাঁকুড়া

আরও পড়ুন: নন্দীগ্রামে প্রার্থী মমতাই, ‘খেলেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে’, তালিকা প্রকাশ করে স্লোগান তৃণমূল নেত্রীর

Exit mobile version