Site icon The News Nest

চন্দননগরে শুভেন্দুর মিছিলে ‘গোলি মারো’ স্লোগান, ধৃত বিজেপির যুব মোর্চার সভাপতি সহ ৩

goli

চন্দননগরে ‘গোলি মারো’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন বিজেপি নেতা গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ভোরের দিকে বিজেপির যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ, বিজেপির স্বাস্থ্য সেলের আহ্বায়ক রবিন ঘোষ এবং ব্যান্ডেল মণ্ডল যুব মোর্চার সভাপতি প্রভাত গুপ্তকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার চন্দননগরের তালডাঙা থেকে জ্যোতির মোড় পর্যন্ত মিছিল করেন শুভেন্দু। ওই মিছিলে যোগ দেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বারাকপুরের সাংসদ অর্জুন সিংহ-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেই মিছিলের একটি অংশ থেকেই ওঠে ‘গোলি মারো’ স্লোগান। ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই স্লোগান দিচ্ছেন সুরেশ সাউ। সুরেশ স্লোগান তোলেন, ‘তৃণমূলকে গদ্দারোঁ কো’। ‘গোলি মারো…’, বলে বাকি অংশ পূরণ করেন সুরেশের সঙ্গে থাকা বিজেপি কর্মী, সমর্থকরা।

আরও পড়ুন: ভোটের আগে পশ্চিমবঙ্গে ৫টি রথযাত্রার পরিকল্পনা বিজেপির, শেষে মেগা সমাবেশ

এই স্লোগান ঘিরে যেমন বিতর্ক তৈরি হয়েছিল, তেমনই গ্রেফতারি নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, বেছে বেছে বিজেপি নেতা-কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। তবে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, ‘‘এর সঙ্গে তৃণমূল, বিজেপি-র কোনও সম্পর্ক নেই। পুলিশ পুলিশের কাজ করেছে।’’

দিল্লি হিংসার সময় এই স্লোগান শোনা গিয়েছিল বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মুখে। তা নিয়ে বিতর্ক কম হয়নি। রাজ্যেও সেই স্লোগান ওঠায় কড়া নিন্দা করেছিল তৃণমূল। তবে বিজেপির পক্ষ থেকে হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের বক্তব্য ছিল, ‘‘মিছিলে অসংখ্য মানুষ যোগ দিয়েছিলেন। তার মধ্যে কে কোথায় কি স্লোগান দিয়েছেন, বলতে পারব না।’’

আরও পড়ুন: নন্দীগ্রামে প্রার্থী মমতা, টক্কর দিতে শুরুতেই মেরুকরণের পথে হাঁটলেন শুভেন্দু

Exit mobile version