Site icon The News Nest

কুৎসা করার সুযোগ দেবেন না, ঈদ পালন করুন ঘরেই, আবেদন মমতার

eid

Mumbai: Children from the Muslim community celebrate Eid in Mumbai on Monday. PTI Photo by Shashank Parade(PTI6_26_2017_000096B)

কলকাতা: আসন্ন ইদে মুসলিমদের লকডাউন মেনে বাড়িতেই উৎসব পালনের অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্ক করলেন, কেউ যেন চক্রান্ত করতে না পারে। বাংলাকে বদনাম করতে না পারে। এদিন অন্যান্যবারের মতো ইদ পালন করতে না পারায় অক্ষেপও ঝরে পড়ে মুখ্যমন্ত্রীর গলায়।

পরিবারকে নিয়ে ঘরেই ঈদ কাটাতে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘জানি অসুবিধা হবে। রমজান মাসেও আপনারা সহযোগিতা করেছেন। পয়লা বৈশাখও আমরা ঘরে কাটিয়েছি। ঈদও তেমনই ঘরেই কাটুক।’

আরও পড়ুন: চতুর্থ লকডাউনে আপনার এলাকায় কী খুলবে আর কী খুলবে না, দেখে নিন একনজরে

মুসলিমদের সতর্ক করে মমতা বলেন, ‘আমি কার্ফু না করেও বলছি, কোনও সম্প্রদায়কে নিয়ে যাতে কেউ রাজনীতি করতে না পারে। আসুন, আমাদের দায়বদ্ধতা আমরাই পালন করি। যে ভাবে আপনারা করছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন, পয়লা বৈশাখ আমরা করতে পারিনি। রমজান মাসও আপনারা বাড়িতে বসে করছেন। ইদও হয়তো বাড়ির মধ্যে করতে হবে। আমি জানি, এটা মারাত্মক কঠিন।‘

তিনি বলেন, ‘জানি এতে আপনাদের অসুবিধা হবে। কিন্তু নিজেদের জন্য আমাদের তো এটুকু করতেই হবে। লকডাউন চলছে। কোনও জমায়েত তাই করা যাবে না। আমরা সকলে এই যুদ্ধ জিতে আবার একসঙ্গে আনন্দ করব।’ মুখ্যমন্ত্রী অবশ্য বিজেপির নাম না করে বলেন, ‘অনেকেই এখন ঘোলাজলে মাছ ধরতে লেগে পড়েছেন। মিথ্যা লিখে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন। আমার কাছে সব ধর্ম সমান। আমরা মানবিকভাবেই কাজ করি।’

ইদের আগাম শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন, ‘আপনারাই পারেন, এই অবস্থায় যাতে কেউ কোনও রকম চক্রান্ত করতে না পারে। যড়যন্ত্র করতে না পারে। বদনাম করতে না পারে। অপপ্রচার করতে না পারে। আর বাংলাকে দোষ দিতে না পারে। তাই আসুন, আমরা সর্বধর্ম সমন্বয়ের মানুষ। আমি আপনাদের আগাম ইদ মোবারক, চাঁদ মোবারক জানাচ্ছি।‘

আরও পড়ুন: ঈদে বন্ধ থাকুক জমায়েত, বর্ধমানে জেলা শাসককে আবেদন IMAM’S WELFARE ASSOCIATION-র

Exit mobile version