Site icon The News Nest

করোনায় রাজ্যে এক দিনে মৃত্যু ১৭ জনের, নতুন করে আক্রান্ত ৪৩৫

corona kolkata 700x400 1

কলকাতা: রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। শুক্রবার ৪২৭ জন আক্রান্ত হয়েছিলেন। শনিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৩৫ জন। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৩৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের।

আরও পড়ুন: পেট্রাপোলে সীমান্ত-বাণিজ্যে ছাড়পত্র রাজ্যের,করোনা বিধি মনে সোমবার থেকে পুরোদমে কাজ শুরু

শনিবারও চারশোর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন নতুন করে। তার আগের তিন দিন তিনশোরও বেশি করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন। গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে করোনায় মোট মৃত্যুর সংখ্যাও তিনশো ছাড়িয়ে গেল।

শুধুমাত্র করোনার কারণেই মোট মৃত্যু হয়েছে ৩১১ জনের। কো-মর্বিডিটি-এর কারণে মারা গিয়েছেন আরও ৭২ জন। এক দিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনই ৩ হাজার ১১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কোভিড-১৯ টেস্টের সংখ্যাও বেড়েছে।

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৬৮৪ জন। মৃত্যুর নিরিখেও এগিয়ে রয়েছে কলকাতা। করোনার কারণে মারা গিয়েছে ১৯৫ জন। কো-মর্বিডিটির কারণে ৫২ জন। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮২ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯ হাজার ৭৭১ জনের টেস্ট হয়েছে। এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে মোট ৪২টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হচ্ছে। আরও ৩টি ল্যাবরেটরি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সরকারি কোয়রান্টিনে রয়েছে ২২ হাজার ৬৬৯ জন। হোম কোয়রান্টিনে রয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ১৭৩ জন। যাঁরা ভিন্‌রাজ্য থেকে ফিরেছেন, তাঁরাও কোয়রান্টিনে রয়েছেন। সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৪৮৮ জন।

আরও পড়ুন: Unlock 1: ১১ জুন থেকে খুলছে কলকাতা হাইকোর্ট, মানতে হবে কড়া নিয়ম

Exit mobile version