Site icon The News Nest

Unlock 1: ১১ জুন থেকে খুলছে কলকাতা হাইকোর্ট, মানতে হবে কড়া নিয়ম

kolkata high court web e1591441755142

কলকাতা: ১১ জুন থেকে পরীক্ষামূলকভাবে খুলছে কলকাতা হাইকোর্ট। আগামী সপ্তাহে একদিন খোলা থাকবে আদালত। তার পরের সপ্তাহে ১৫ জুন, ১৭ জুন ও ১৯ জুন খোলা থাকবে আদালত।

এক বিজ্ঞপ্তিতে গতকাল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন। ১১ জুন খোলার পরে ১৫ জুন এজলাসে মামলার শুনানি হবে। এরপর আবার আদালত বসবে ১৭ জুন এবং ১৯ জুন। এরপর আদালত তার ভবিষ্যতের কার্যক্রম ঘোষণার আগে পরিস্থিতি পর্যালোচনা করবে। বিচারপতি ছাড়াও মামলার শুনানিতে আদালতের তিন আধিকারিক এবং প্রত্যেক পক্ষের একজন আইনজীবীর উপস্থিত অনুমতি দেওয়া হবে। মামলার শুনানি চলাকালীন আইনজীবী সহ মোট উপস্থিতির সংখ্যা আটজনের বেশি হবে না।

আরও পড়ুন: করোনায় মৃত্যু হলেও এবার থেকে শেষ দেখা দেখতে পাবে আত্মীয়রা, সিদ্ধান্ত রাজ্যের

জানা গেছে, করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে যাবতীয় সুরক্ষা মেনেই হাইকোর্টের কাজকর্ম চলবে। ২টি ডিভিশন বেঞ্চ ও তিনটি সিঙ্গল বেঞ্চ বসবে৷ জামিন মামলার শুনানি হবে ভিডিয়ো কনফারেন্সে৷ শুক্রবারই লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রকে নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ নোটিশে হাইকোর্ট জানতে চেয়েছে, লকডাউন তোলার আগে কার পরামর্শ নেওয়া হয়েছিল? ১১ জুনের মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারকে এই বিষয়ে হলফনামা জমা দিতে বলেছে আদালত৷

প্রসঙ্গত, লকডাউন এ বার ধীরে ধীরে শিথিল করতে আনলক ওয়ান চালু করেছে কেন্দ্র৷ এই পর্যায়ে অর্থনীতির বড় অংশই খুলে যাচ্ছে৷ ফলে অর্থনৈতিক কাজকর্মও পুরোদমে শুরু হয়ে গিয়েছে৷

আরও পড়ুন: সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, উত্তরেও ঝমঝমিয়ে চলবে ধারাপাত

Exit mobile version