Site icon The News Nest

বক্তব্য বিকৃত করে অপপ্রচার, পুরো ভিডিও পোস্ট করে বিজেপিকে একহাত নিলেন কৌশানী

Koushani Mukherjee

কৃষ্ণনগর উত্তরে (Krishnagar Uttar) তৃণমূল(TMC) প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়(Koushani Mukherjee)। ওই কেন্দ্রে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপি(BJP) নেতা মুকুল রায়। ঘটনাচক্রে ‘মুকুল রায়’ নামের এক ফেসবুক পেজে কৌশানীর একটি ভিডিয়ো পোস্ট করা হয়ছে। যেখানে তৃণমূল প্রার্থীকে বলতে শোনা গিয়েছে, ‘ঘরে সবার মা বোন আছে, ভোটটা ভেবে দিবি’। আর কৌশানীর সেই ভিডিয়োই এখন নেটমাধ্যমে ভাইরাল।

আর কৌশানীর সেই ভিডিয়োই এখন নেটমাধ্যমে ভাইরাল। যদিও কৌশানীর দাবি, যে অর্থে তিনি ওই ‘কথা’ বলেছেন তার ভুল ব্যাখ্যা করছে বিজেপি। অন্য দিকে মুকুলের দাবি, ওটা তাঁর ‘অফিশিয়াল পেজ’ নয়। তাই তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না।

যদিও নিজের এই বক্তব্যে কোনও রকম ‘বিতর্কই’ দেখছেন না কৌশানী। বিতর্কের মধ্যে শনিবার সন্ধ্যায় একটি ভিডিয়ো শেয়ার করেন কৌশানী। সঙ্গে লেখেন, ‘গতকাল আমার একটি ভিডিও প্রচণ্ডভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন বিরোধী দলের কিছু বন্ধুরা। আমি বলেছিলাম ভোটটা দেখে দেবেন , সবার বাড়িতে মা-বোন আছেন। সত্যি নারী সুরক্ষার জন্য আবার দিদিকেই পুনরায় তৃতীয়বারের জন্য নির্বাচিত করুন। আসল ভিডিোটি রইল আপনাদের জন্য। জয় বাংলা।’

আরও পড়ুন: নন্দীগ্রামে জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা আর কোনও আসনে লড়বেন না. মোদীর বক্তব্য উড়িয়ে জানাল তৃণমূল

শেয়ার করা ২২ সেকেন্ডের ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি The News Nest) কৌশানীকে বলতে শোনা যায়, ‘বল, দেখো, এই ইয়ং ছেলেগুলো, এদিকে আয় বাবা বিজেপি। ঘরে সবার কিন্তু মা-বোন আছে। ভোটটা ভেবে দিবি। মা-বোনেদের সুরক্ষার কথা ভেবে দিবি। দিদি না থাকলে মা-বোনেরা সুরক্ষিত নয় বাংলায়।’ (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

আরও পড়ুন: মমতার পদযাত্রায় ষাঁড় ঢুকে গিয়ে হুলুস্থুল হাওড়ায়

Exit mobile version