Site icon The News Nest

Breaking: মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা, জেলা তৃণমূল সভাপতির পদ থেকেও ইস্তফা

sukla

গত ডিসেম্বরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন শুভেন্দু অধিকারী। আর তার কয়েকদিন পরেই দলত্যাগ। এদিন সবাইকে অবাক করে দিয়ে পদত্যাগ করলেন মমতা মন্ত্রিসভার আরও এক সদস্য লক্ষ্মীরতন শুক্লা। রাজনীতি থেকে অবসর নিতে চান সেই কারণেই মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছেন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে  এমনটাই জানিয়েছেন লক্ষ্মী। শোনা যাচ্ছে ইতিমধ্যে মন্ত্রী হিসাবে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, তিনি আর মন্ত্রী থাকতে চান না। তাঁর আবেদন গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। লক্ষ্মীরতন শুক্লা আপাতত রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। ২০২০–র জুলাই মাসেই লক্ষ্মীরতনকে হাওড়া জেলা তৃণমূলের সভাপতি করা হয়। সেই পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। আপাতত কিছুদিন বিশ্রাম নিতে চান লক্ষ্মীরতন, এমনই জানা গিয়েছে।

আরও পড়ুন: বাড়তি খরচ! বেলুড় মঠ টিকিট কাউন্টার বন্ধ করছে রেল

কানাঘুষো শোনা যাচ্ছিল লক্ষ্মী বিজেপিতে যোগ দিতে চলেছেন। তবে মুখ্যমন্ত্রীর কাছে পাঠান চিঠিতে তিনি স্পষ্ট করে দিয়েছেন, মন্ত্রিত্ব ছাড়লেও তৃণমূলের বিধায়ক হিসাবে পূর্ণমেয়াদ থাকবেন। এরপরে রাজনীতির জগত থেকে অবসর নিয়ে ফের খেলার জগতেই ফিরে যেতে চান তিনি।

অন্য কোন দলে যাবেন না বলে চিঠিতে নাকি জানিয়েছেন লক্ষ্মী। কিন্তু বিধানসভা ভোটের আগে মন্ত্রিত্ব থেকে তাঁর হঠাৎ করে সরে যাওয়া নতুন জল্পনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: সাদামাটা জীবনযাপনই তাঁর লড়াইয়ের রসদ, জন্মদিনে জানুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু অজানা তথ্য

Exit mobile version