Site icon The News Nest

দিঘা মোহনার মাছ বাজারে বিধ্বংসী আগুন,পুড়ে ছাই টন টন ইলিশ

digha

শনিবার গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল দিঘার মোহনা সংলগ্ন একাধিক মাছের দোকান। নষ্ট হয়েছে বেশ কয়েকলক্ষ টাকার ইলিশ মাছ। মৎস্যজীবীদের ৯ টি বালাঘর পুড়ে খাঁক হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আচমকা আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। থার্মোকল, মোবিল, মুদির দোকান, সেলুন মাছের স্টোর-সহ বাজারের একাধিক দোকান পুড়ে গিয়েছে। ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা।  নষ্ট হয়ে গিয়েছে অন্তত ২০ লক্ষ টাকার ইলিশ মাছ। ভরা মরশুমে এই অগ্নিকাণ্ডে মাথায় হাত ব্যবসায়ীদের।

সেখানে বেশ কিছু দোকান সহজদাহ্য বস্তু দিয়ে তৈরি। ফলে দ্রুত ছড়ায় আগুন। শুধু মাছের দোকান নয়, আসেপাশের অন্যান্য বেশ কয়েটি দোকানও ভস্মীভূত হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। এই বাজারের মধ্যে মাংসের দোকান, মাছের দোকান, জুতোর দোকান, সেলুন-সহ পর পর বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। দমকলে খবর দেওয়া হলে কিছুক্ষণের মধ্যে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। তবে, ঘনবসতি হওয়ার কারণে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের।

দমকলকর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেলও খুব ফল মেলেনি। সমুদ্রের হাওয়ায় আগুন বাগে আনতে নাস্তানাবুদ হতে হয় দমকলকর্মীদের। স্থানীয়রা জানিয়েছেন, অন্তত ৩টি পাইকারি মাছের দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। সেখানে মজুত ছিল মোট ২০ লক্ষ টাকার ইলিশ মাছ। সমস্ত মাছ নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তারা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রায় ২০ লক্ষ টাকার ইলিশ পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। একে তো সারা বর্ষা ইলিশের দেখা নেই। যাও বা গত কয়েকদিনে কিছু ইলিশ ধরা পড়ল অগ্নিকাণ্ডে নষ্ট হল তার অনেকটাই।

Exit mobile version