Site icon The News Nest

মহুয়াকে খোঁচাতে গিয়ে বিপাকে রাজ্যপাল, শুনতে হল হল ‘ললিপপ’ ‘পচা আপেল’ কটাক্ষ

mohuya

ওয়েব ডেস্ক: গড়িয়ার শ্মশান-কাণ্ড নিয়ে পর পর বেশ কয়েক দিন রাজ্যপাল আক্রমণাত্মক মন্তব্য করছিলেন। তার প্রেক্ষিতেই শনিবার সম্মিলিত তোপ দাগে তৃণমূল। রাজ্যপালকে এ দিন ‘বিজেপি মুখপাত্র’ এবং ‘মনোনীত ললিপপ’ বলে কটাক্ষ করেছেন ডেরেক।

প্রথমে টুইটারে আক্রমণ করেন সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যপাল এ দিন তৃণমূলের অন্দরে ‘যোগ্য নেতা-নেত্রীদের বন্দিদশা’ নিয়ে খোঁচা দেন।রাজ্যপালের সেই টুইট সামনে আসার পরেই জবাব দেন মহুয়া।

ধনখড়ের উদ্দেশে তাঁর টুইট, ‘‘আঙ্কলজি, তিনটি বিষয়— এক: বিজেপি নেতা নির্বাচন করে, কার হাতে কতটা রক্তের দাগ আছে দেখে। তৃণমূল কঠোর পরিশ্রমকে পুরস্কৃত করে। দুই: আইনজীবী হিসেবে আপনার কেরিয়ার বিশেষ উজ্জ্বল নয়। যত দিন রাজ্যপাল রয়েছেন, রাজভবনের গরিমাটুকু অন্তত বজায় রাখার চেষ্টা করুন। তিন: পরবর্তী ভোটে আপনি রাজস্থান থেকে লড়তেই পারেন। নিজেকে তার জন্য ফিট রাখুন।’’

পরবর্তী বাউন্সার দেন তৃণমূলের রাজ্যসভার নেতা তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের। এ বার রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে। ডেরেক অবশ্য জানিয়ে দেন, রাজ্যপালের নিরন্তর আক্রমণের জবাব দিয়ে তাঁর গুরুত্ব বাড়ানোর অভিপ্রায় তৃণমূল নেতৃত্বের ছিল না।

তিনি বলেন ,রাজ্যপাল যে পর্যায়ে আক্রমণ নামিয়ে এনেছেন, তার জবাব দেওয়ার প্রয়োজন ছিল। তাই এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। রাজ্যপালকে তীব্র আক্রমণ করে ডেরেক বলেন, ‘‘রাজভবনে যিনি থাকছেন, তিনি বিজেপি এক জন মুখপাত্র।’’

গড়িয়ায় শ্মশানে মৃতদেহ টেনে-হিঁচড়ে গাড়িতে তোলার যে দৃশ্য নিয়ে গত কয়েক দিন ধরে রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছেন ধনখড়, সে রকম এমনকি তার চেয়েও ভয়ানক দৃশ্য উত্তরপ্রদেশ-সহ একাধিক বিজেপিশাসিত রাজ্য থেকেও সামনে এসেছে বলে ডেরেক এ দিন দাবি করেন। ধনখড় কেন সে সব বিষয় নিয়ে মুখ খুলছেন না, প্রশ্ন তৃণমূল মুখপাত্রের।

সঙ্ঘাতের সূত্রপাত, গড়িয়া শশ্মান-কাণ্ড নিয়ে ধারাবাহিক মন্তব্যের জবাবে শুক্রবার কলকাতা পুলিশের একটি টুইটকে তুলে ধরে মহুয়ায় মন্তব্য। তিনি টুইটারে লেখেন, ‘রাজ্য সরকার যখন কোভিড পরিস্থিতি, আমপান এবং পরিযায়ীদের (শ্রমিক) সমস্যার মোকাবিলা করছে, রাজ্যপাল তখন পিছন থেকে বিজেপির দেওয়া তির ছুড়ছেন। পচা আপেল গাছ থেকে বেশি দূরে পড়ে না।’ 

আরও পড়ুন : নতুন নিয়ম নিয়ে ১৫ জুন থেকে খুলছে বেলুড় মঠ

আরও পড়ুন : স্বাস্থ্যবিধি মেনে আজ খুলল দক্ষিণেশ্বর মন্দির, ফুল ছাড়াই পুজো,মিলবে না চরণামৃত

Exit mobile version