Site icon The News Nest

করোনা আক্রান্ত হয়ে মৃত কংগ্রেস প্রার্থী রেজাউল হক, সামশেরগঞ্জে স্থগিত ভোটগ্রহণ

1618457032 md rejaul hoque

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের। বুধবার রাতেই তাঁকে জঙ্গিপুর থেকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে তাঁর।

গত দু’দিন থেকে রেজাউল অসুস্থ ছিলেন বলে খবর। করোনা পরীক্ষা হয় তাঁর। বুধবার রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে জঙ্গিপুরের বসুমতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় রেজাউলকে কলকাতায় রেফার করেন চিকিৎসকেরা। বুধবার রাতেই জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকাল ৫টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: এ বার দিলীপকে চিঠি কমিশনের, শীতলকুচি নিয়ে মন্তব্যে ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব

বুধবার অসুস্থ রেজাউলকে দেখতে হাসপাতালে যান জঙ্গিপুর লোকসভার তৃণমূল সাংসদ খলিলুর রহমান-সহ অনেক নেতা-কর্মী। করোনা আক্রান্ত হয়ে রাজ্যে এই প্রথম কোনও প্রার্থীর মৃত্যু হল। তার জেরেই পিছিয়ে গেল ওই কেন্দ্রের নির্বাচন (West Bengal Election 2021)৷ বাংলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক৷ এই মুহূর্তের বিভিন্ন কেন্দ্রের একাধিক প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলারই জঙ্গীপুর কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন৷ করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী প্রদীপ কুমার বর্মাও৷ নদিয়ার করিমপুরের বিজেপি প্রার্থী সমরেন্দ্র নাথ ঘোষও করোনায় আক্রান্ত৷ মাটিগাড়া- নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দ বর্মণও রয়েছেন এই তালিকায়৷ এ ছাড়াও গোয়ালপোখোরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানিও করোনায় আক্রান্ত হয়েছেন৷ তপনের তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কুও সংক্রামিত হয়েছেন৷ এর আগে এগরার বিজেপি প্রার্থী অরূপ ডাশ এবং বারুইপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ও করোনায় আক্রান্ত হয়েছিলেন৷ এই পরিস্থিতিতে রাজ্যের বাকি চার দফার ভোট গ্রহণ কী ভাবে হবে, তা নিয়ে আলোচনা করতে শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন৷

আরও পড়ুন: চার দফার ভোট এক দফায় হোক, কমিশনকে প্রস্তাব দেবে তৃণমূল

 

 

Exit mobile version