Site icon The News Nest

‘ভাঙা’ পা নাচাচ্ছেন মমতা! ভিডিয়ো নিয়ে শোরগোল বিজেপি-র, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল

mamata 2

বঙ্গের ভোট বাজারে ফের এক গোপন ভিডিয়োকে কেন্দ্র করে নেটদুনিয়ায় শোরগোল। ভিডিয়োয় দেখা যাচ্ছে নন্দীগ্রামে ভোট শেষ হওয়ার পর পায়ের ওপর পা তুলে দোলাচ্ছেন মমতা। ভিডিয়োটি পোস্ট করেছেন বিজেপি নেতা প্রতাপ রায়। ভিডিয়োটি আসল না নকল তা যাচাই করেনি The News Nest।

শুক্রবার সকাল থেকেই ওই ভিডিয়ো চারদিকে ছড়িয়ে পড়েছিল। বিকেলের দিকে তা ফেসবুকে পোস্ট করেন রাজ্য বিজেপি-র মুখপাত্র প্রণয় রায়। পাশাপাশিই তিনি বলেন, ‘‘আমরা প্রথম থেকেই বলেছিলাম গোটা ঘটনাটাই নাটক। এ বার দিদিমণি নিজেই সেটা প্রমাণ করে দিলেন। যে পায়ে ব্যথার জন্য ওঁকে হুইলচেয়ার নিয়ে ঘুরতে হয়, সেই পা উনি দিব্যি নাচাচ্ছেন! আর সেই ভাঙা পায়ের উপরে আরেকটা পা চাপিয়ে দেওয়া যায় না।’’

আরও পড়ুন: WB election 2021: নির্বাচনের গেরোয় আটকে দুই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ

প্রসঙ্গত, ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মমতা বসে রয়েছেন তৃণমূলের কোনও দলীয় কার্যালয়ে (বিজেপি-র বক্তব্য, সেটি তৃণমূলের নন্দীগ্রামের দফতর)। সেখানে টেবিলের তলা দিয়ে মমতাকে চোটগ্রস্ত বাঁ-পা দোলাতে দেখা যাচ্ছে। একটা সময়ে ব্যান্ডেজ করা বাঁ-পায়ের উপর ডান পা তুলে রাখছেন তিনি। ওই বিষয়ে প্রশ্ন করা হলে সুব্রত বলেন, ‘‘ভিডিয়োটা আমি দেখিনি। তবে যা শুনেছি, তাতে বাঁ পায়ের যেখানটায় ভাঙা সেখানে নয়, উনি অন্য জায়গায় ডান পা রেখেছেন।’’ পাল্টা বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘ওদের সব কিছু জোচ্চুরি আর জালিয়াতি।’

প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার দিন নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে আঘাত পায়েছিলেন মমতা। এর পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সেই পা প্লাস্টারে বেঁধে নিয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েন তিনি। হুইলচেয়ারে বসেই একের পর এক পদযাত্রায় অংশ নেন। সভাও করেন। এখনও করছেন। ওই ঘটনাকে নিয়ে প্রথম থেকেই ‘নাটক’ বলে আক্রমণ করেছে বিজেপি। নন্দীগ্রামে প্রচারের শেষ দিন এক পায়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশ নেওয়ার পরেও মমতাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা। এ বার তাঁদের আক্রমণের অস্ত্র হয়ে উঠেছে এই ‘ভাইরাল’ ভিডিয়ো।

আরও পড়ুন: নন্দীগ্রামে জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা আর কোনও আসনে লড়বেন না. মোদীর বক্তব্য উড়িয়ে জানাল তৃণমূল

Exit mobile version